সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফিটনেস চ্যালেঞ্জের ভিডিও প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় হাসাহাসি কম হয়নি। নিজের বাগানে দৌঁড়ানো বা পাথরের উপর উলটানো মুদ্রা নেটিজেনদের বেশ পছন্দ হয়েছিল। সেসব ছবি নিয়ে ছড়িয়েছিল হাজারো মিম। যোগ দিবসের আগে এবার আরও একটি ভিডিও প্রকাশ করলেন প্রধানমন্ত্রী। তুলে ধরলেন নিজের যোগাভ্যাসের মুহূর্ত। তবে, এবার আর নিজে ভিডিও শ্যুট করার ঝুঁকি নেননি প্রধানমন্ত্রী। পুরো ভিডিওটিই অ্যানিমেটেড। যাতে দেখা যাচ্ছে, অ্যানিমেশনের নরেন্দ্র মোদি ত্রিকোণাসন করছেন।
[আরও পড়ুন: ‘চারা লাগান, সেলফি তুলুন’, পরিবেশ দিবসে নয়া বার্তা প্রকাশ জাভড়েকরের]
যোগ দিবস নিয়ে শুরু থেকেই উৎসাহ ছিল মোদির। বলা ভাল, প্রধানমন্ত্রীর দৌলতেই আজ যোগাসন বিশ্ববন্দিত। একসময় ধুঁকতে থাকা যোগাশিল্পকে প্রধানমন্ত্রীই বিশ্বের দরবারে সম্মান এনে দিয়েছেন, রামদেবের মতো যোগগুরুরা তেমনটাই দাবি করেন। ২০১৪ সালে রাষ্ট্রসংঘ বক্তব্য রাখাকালীন মোদিই ২১ জুন দিনটিকে যোগ দিবস হিসেবে ঘোষণার দাবি জানান। মোদির সেই দাবি মেনেও নেয় রাষ্ট্রসংঘ।
[আরও পড়ুন: উজ্জ্বলা যোজনাতেও হয়নি লাভ, গেরস্থালির জ্বালানি দূষণেই মৃত্যু ৮ লক্ষ মানুষের!]
স্বাভাবিকভাবেই ২১ জুন যোগ দিবসের আগে এবারেও নানারকমের পরিকল্পনা করছেন মোদি। তাঁর সেই পরিকল্পনারই প্রথম ঝলক দেখা গেল বুধবার। নিজের টুইটার অ্যাকাউন্টে নিজেরই একটি অ্যানিমেটেড ভিডিও পোস্ট করলেন প্রধানমন্ত্রী। যাতে তাঁকে দেখা যাচ্ছে ত্রিকোণাসন করতে। ইতিমধ্যেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই মোদির যোগপ্রীতি পছন্দ করছেন। আবার অ্যানিমেটেড ভিডিও হওয়ায় কেউ কেউ কটাক্ষও করছেন। টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, “আমি আপনাদের অনুরোধ করছি যোগকে জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ বানান। এবং অন্যদেরও উৎসাহিত করুন। যোগের উপকারিতা অবিশ্বাস্য।”
The post যোগ দিবসের প্রস্তুতিতে মগ্ন মোদি, প্রকাশ করলেন ত্রিকোণাসনের ভিডিও appeared first on Sangbad Pratidin.