সম্যক খান, মেদিনীপুর: হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেলবন্দির আত্মহত্যার ঘটনায় পদক্ষেপ। শোকজ করা হল নিরাপত্তার দায়িত্বে থাকা দুই জেলরক্ষী তথা ওয়ার্ডারকে। ওই দুই ওয়ার্ডারের মধ্যে একজন হলেন সৌরভ দে এবং অপরজনের নাম মনোজ লোহার। তাঁদের শোকজ করেছেন জেল সুপার অসিতবরণ নস্কর। শোকজের চিঠি পাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের নকশাল কেবিনে ভরতি ছিলেন বছর পঞ্চাশের দুলাল ভক্তা। শুক্রবার দুপুরে হাসপাতালের শৌচাগারে যান তিনি। সেই গলায় গামছার ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলেই অভিযোগ। অনেকক্ষণ শৌচাগার থেকে বেরচ্ছেন না দেখে নিরাপত্তারক্ষী যান। ভিতরে ঢুকে বন্দির ঝুলন্ত দেহ দেখতে পান তিনি।
[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘ভাইজান’, বাড়ির দরজায় দাঁড়িয়ে সলমনকে স্বাগত জানালেন মমতা]
দুলাল শৌচাগারে যাওয়ার সময় নিরাপত্তার দায়িত্বে ছিলেন দুই জেলরক্ষী। বিভাগীয় তদন্তও শুরুর পর সৌরভ দে এবং মনোজ লোহারকে শোকজ করা হয়। আগামী ২৪ ঘন্টার মধ্যে তাঁদের জবাব দেওয়ার নির্দেশ জেলসুপারের।