shono
Advertisement

Breaking News

Ambani wedding

আম্বানির বিয়েতে খেতেই পারলেন না প্রিয়াঙ্কা, এলাহি মেনু 'মিস' করে হতাশ 'দেশি গার্ল'!

সূদুর মার্কিন মুলুক থেকে বিয়ের জন্য উড়ে এসে কিনা খেতেই পারলেন না 'দেশি গার্ল'! কেন?
Published By: Sandipta BhanjaPosted: 02:29 PM Jul 13, 2024Updated: 04:51 PM Jul 13, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের বোন মীরা চোপড়া এবং পরিণীতি চোপড়ার বিয়েতে গরহাজির থাকলেও আম্বানিদের বিয়েতে যোগ দিতে স্বামী নিক জোনাসকে নিয়ে অনুষ্ঠানের একদিন আগেই মুম্বইতে পৌঁছে গিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। শুক্রবার আম্বানি নাইটে নিক-প্রিয়াঙ্কার উজ্জ্বল উপস্থিতি নজরও কেড়েছে। কিন্তু সেই সূদুর মার্কিন মুলুক থেকে বিয়ের জন্য উড়ে এসে কিনা খেতেই পারলেন না 'দেশি গার্ল'! হতাশ অভিনেত্রী।

Advertisement

অনন্ত-রাধিকার বিয়েতে (Ambani wedding) প্রায় নানা প্রদেশের ২৫০০ পদ ছিল। সেই তালিকায় বারাণসির স্ট্রিট ফুডে নানা চাট ভাণ্ডারের পাশাপাশি রকমারি পরোটা, কুলচা, নারকেলের একশো পদও ছিল। এদিকে স্পাইসি চাট প্রিয়াঙ্কার বেজায় প্রিয়। মার্কিন মুলুকে থাকলেও দেশি খানাপিনার স্বাদ নিতে ভোলেন না তিনি। কিন্তু এদিন কিনা চাট ভান্ডারের মুখোমুখিই হতে পারলেন না অভিনেত্রী। সেই রকমারি খানাপিনা মিস করার কথা নিজেই জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু কেন আম্বানিদের বিয়েতে পাত পেড়ে খেতে পারলেন না তিনি?


'দেশি গার্ল' জানিয়েছেন, বরযাত্রীর সঙ্গে নাচতে গিয়েই এই কাণ্ডটা ঘটেছে আসলে। এদিন জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আম্বানিদের জলসায় পৌঁছেই বিন্দুমাত্র সময় নষ্ট করেননি অভিনেত্রী। সোজা বরযাত্রীদের সঙ্গে ভিড়ে গিয়ে ভাঙরার তালে নাচতে শুরু করেন তিনি। বাদ যাননি নিক জোনাসও। অর্জুন কাপুর, রণবীর সিং, ইশা আম্বানি, আনন্দ পিরামলদের সঙ্গে দেশি গানে নাচতে দেখা যায় 'পরদেশীবাবু'কেও। তবে তিনি যে দারুণ উপভোগ করেছেন এই ছোট্ট ভারত সফর, তা বিদায়বেলায় জানিয়ে গিয়েছেন। তাই তো মার্কিন মুলুকে রওনা হওয়ার আগে বিমানবন্দরে উপস্থিত পাপারাজ্জিদের বলে গিয়েছেন, "বিয়ে মিটেছে, এবার আপনারা একটু বিশ্রাম নিন।" অনন্ত-রাধিকার উদ্দেশে ভালোবাসা উজার করা এক বার্তাও দিয়েছেন 'পিগি চপস'।

[আরও পড়ুন: পোষ্যকে নিয়েই ছাদনাতলায় অনন্ত আম্বানি, আদুরের গায়েও ম্যাচিং শেরওয়ানি! মুগ্ধ নেটপাড়া]

এর আগে প্রিয়াঙ্কা অবশ্য জামনগরে আম্বানিদের প্রাক বিবাহ অনুষ্ঠানে আসতে পারেননি। তবে তার দিন কয়েক বাদেই ইশা আম্বানি আয়োজিত রোমান হোলি পার্টিতে এসে দোষ কাটিয়েছিলেন ‘দেশি গার্ল’! আসলে ইশার সঙ্গে দারুণ সখ্যতা প্রিয়াঙ্কার। তাই বন্ধুর ডাকেই তাঁর ভাইয়ের বিয়েতে শশব্যস্ত শিডিউলের মধ্যেও উড়ে এসেছেন। শুক্রবার রাতে অনন্ত-রাধিকার চার হাত এক হতেই দেশ ছেড়েছেন জামাই নিক জোনাস। পরের দিন ভোরের বিমানে মার্কিন মুলুকে রওনা হলেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু আফশোস আম্বানিদের বিয়েতে গিয়ে চাট খাওয়া হল না তাঁর!

[আরও পড়ুন: স্বপ্নের বিয়ে, মঙ্গল অনুষ্ঠানে সাতপাকে বাঁধা পড়লেন অনন্ত-রাধিকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শুক্রবার আম্বানি নাইটে নিক-প্রিয়াঙ্কার উজ্জ্বল উপস্থিতি নজরও কেড়েছে।
  • কিন্তু সেই সূদুর মার্কিন মুলুক থেকে বিয়ের জন্য উড়ে এসে কিনা খেতেই পারলেন না 'দেশি গার্ল'! হতাশ অভিনেত্রী।
  • 'দেশি গার্ল' জানিয়েছেন, বরযাত্রীর সঙ্গে নাচতে গিয়েই এই কাণ্ডটা ঘটেছে আসলে।
Advertisement