shono
Advertisement

‘সিটাডেল’-এর ট্রেলারে দুরন্ত অ্যাকশন প্রিয়াঙ্কার, বিপরীতে হলিউডের হার্টথ্রব রিচার্ড ম্যাডেন

রুশো ব্রাদার্সে এই সিরিজে সিক্রেট এজেন্ট হয়েছেন প্রিয়াঙ্কা।
Posted: 10:27 AM Mar 07, 2023Updated: 10:28 AM Mar 07, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্মৃতিশক্তি হারিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। বাস্তবে নয় ‘সিটাডেল’ (Citadel) ওয়েব সিরিজে। সেখানেই সিক্রেট এজেন্ট হয়েছেন অভিনেত্রী। বিপরীতে হলিউডের হ্যান্ডসাম হাঙ্ক রিচার্ড ম্যাডেন (Richard Madden)। কিছুদিন আগেই ছবির একাধিক ছবি প্রকাশ করেছিলেন প্রিয়াঙ্কা। এবার শেয়ার করলেন ট্রেলার।

Advertisement

এক সময় মুম্বইয়ের ‘দেশি গার্ল’ ছিলেন প্রিয়াঙ্কা। তবে এখন তাঁর বাস মার্কিন মুলুকে। হলিউডে প্রিয়াঙ্কার প্রথম সিরিজ ছিল ‘কোয়ান্টিকো’। তারপর একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। মাঝে মেয়ে মালতীকে নিয়ে কয়েকটাদিন ব্যস্ত ছিলেন। পরে আবার ‘সিটাডেল’-এর কাজে মন দেন।

[আরও পড়ুন: ‘তোমার জন্য সব পারি…’, হোলির শুভেচ্ছা জানিয়ে জ্যাকলিনকে প্রেমপত্র ‘ঠগবাজ’ সুকেশের]

হলিউডের রুশো ব্রাদার্সের প্রযোজনায় তৈরি নতুন ওয়েব সিরিজ ‘সিটাডেল’। ট্রেলারের পরতে পরতে ছড়িয়ে অ্যাকশন আর সাসপেন্স। ছবিতে স্মৃতিশক্তি হারানো এজেন্টের ভূমিকায় দেখা যাচ্ছে প্রিয়াঙ্কার চরিত্র নাদিয়াকে। কিন্তু সত্যিই কি তাই? উত্তর পেতে গেলে দেখতে হবে ‘সিটাডেল’। ২৮ এপ্রিল থেকে তা দেখা যাবে আমাজন প্রাইমে।

উল্লেখ্য, ‘সিটাডেল’-এর একটি ভারতীয় ভার্সানও তৈরি হচ্ছে। আর তাতে অভিনয় করছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বরুণ ধাওয়ানকে। এদিকে ইংরাজি ভাষার ‘সিটাডেল’-এ প্রিয়াঙ্কা, রিচার্ড ছাড়া থাকছেন স্ট্যানলি টাসি, লেসলি ম্যানভিলর মতো হলিউড অভিনেতারা।

[আরও পড়ুন: বাড়িতে একলা নাকি? শীর্ষাসনের ছবি পোস্ট করতেই মিমিকে ‘নোংরা’ প্রস্তাব নেটিজেনের!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার