shono
Advertisement

‘আমাকে পাপোশের মতো ব্যবহার করেছে সবাই’, সম্পর্ক নিয়ে বিস্ফোরক প্রিয়াঙ্কা চোপড়া!

হঠাৎ এমন কেন বললেন প্রিয়াঙ্কা।
Posted: 04:16 PM May 11, 2023Updated: 04:16 PM May 11, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যখনই সুযোগ পান তখনই স্বামী নিক জোনাসের প্রশংসায় পঞ্চমুখ হন প্রিয়াঙ্কা চোপড়া। নানা সাক্ষাৎকারেই প্রিয়াঙ্কা বলেছেন, নিক তাঁর জীবনে এসে জীবনটাই পালটে দিয়েছেন। তবে এবার বলিউডের ঠোঁটকাটা নায়িকা বলে পরিচিত প্রিয়াঙ্কা প্রথমবার নিজের অতীত সম্পর্কগুলো নিয়ে মুখ খুললেন। এক রেডিও শোয়ে স্পষ্ট প্রিয়াঙ্কা চোপড়া বললেন, আগের সব সম্পর্কে আমি পাপোশের মতো ছিলাম!

Advertisement

[আরও পড়ুন: অগণতান্ত্রিক! বাংলায় ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ হওয়া নিয়ে গর্জে উঠলেন সেন্সর বোর্ডের সদস্য]

প্রেম, সম্পর্ক নিয়ে প্রিয়াঙ্কা আরও জানান, ”আমি এক সময় শুধু সম্পর্কের পিছনে ছুটতাম। একের পর এক সম্পর্কের পিছনে। নিজের কথা ভাবতাম না। ফলে না সম্পর্ক থাকত, না আমার ইচ্ছে। অনেক দেরিতে ব্যাপারটা বুঝতে পারি। এখন নিজেকে বেশি সময় দিই। সম্পর্কও দিব্য রয়েছে। আগের সব সম্পর্কে আমি তো শুধুই পাপোশ হিসেবে ছিলাম। যে ভুলগুলো করেছিলাম। তা এখন আর করি না।”

২০১৮ সালের ডিসেম্বর মাসে হিন্দু ও ক্যাথলিক রীতি মেনে বিয়ে করেন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। রাজস্থানের উমেদ ভবনে বসেছিল এই জুটির রাজকীয় বিয়ের আসর। এখন তো কন্যা সন্তান মালতীর মাও তিনি। সব মিলিয়ে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ঘরনি হয়ে দিব্য রয়েছেন।

[আরও পড়ুন: ‘ওরা আমার মেয়েকেও ছাড়েনি!’ ‘দ্য কাশ্মীর ফাইলসে’র স্মৃতি ফেরালেন বিবেক অগ্নিহোত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement