সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৭ বছর আগে বরেলিকে বিদায় জানিয়ে সপরিবারে মুম্বই চলে গিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। আপাতত বাণিজ্যনগরীতেই মা মধু চোপড়ার সঙ্গে থাকেন তিনি। কিন্তু এত বছর ধরে বরেলির ভোটার তালিকায় নাম রয়ে গিয়েছিল বলি অভিনেত্রী ও তাঁর মায়ের। অবশেষে সেই নাম সরিয়ে দেওয়া হল।
বিশ্ব সুন্দরীর মুকুট মাথায় তোলার পরই মুম্বই চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা। নিজের কেরিয়ারের কথা ভেবেই ছোটবেলার শহরকে আলবিদা জানিয়েছিলেন। তারপর কেটে গিয়েছে সতেরোটা বছর। কিন্তু ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়নি তাঁদের নাম। বুধবার সেই তালিকা থেকে শেষমেশ মুছে ফেলা হল প্রিয়াঙ্কা ও মধু চোপড়ার নাম। জেলা আধিকারিক ক্যাপ্টেন আর বিক্রম সিং জানান, ৫৬ নম্বর ওয়ার্ডের ভোটার তালিকায় তাঁদের নাম ছিল। এক স্থানীয় বাসিন্দা এ নিয়ে অভিযোগ জানালে ব্লক স্তরের আধিকারিককে (বিএলও) এ বিষয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়। তিনিও খতিয়ে দেখে জানান, সত্যিই এখনও প্রি চপস ও তাঁর মায়ের নাম রয়ে গিয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতেই শেষমেশ তাঁদের নাম সরিয়ে দেওয়া হল। জানা যাচ্ছে, ২০১২ সালে প্রিয়াঙ্কার বাবা প্রয়াত কর্নেল অশোক চোপড়া জেলা শাসককে জানিয়েছিলেন যে তাঁরা বরেলি ছেড়ে মুম্বইকেই স্থায়ী ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও ভোটার তালিকা থেকে নাম সরানোর কোনও উদ্যোগ নেওয়া হয়নি জেলা শাসকের তরফে।
[ক্যামেরার সামনে শরীর প্রদর্শন সুস্মিতার, ভাইরাল ছবি]
That kind of Monday. Pri pri. #nycdiaries
A post shared by Priyanka Chopra (@priyankachopra) on
তবে মু্ম্বইয়ের পাশাপাশি সম্প্রতি নিউ ইয়র্কেও একটি বাড়ি কিনে ফেলেছেন বলি ডিভা। টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র শুটিংয়ের জন্য অনেকটা সময়ই বিদেশে থাকতে হচ্ছে তাঁকে। তাই দিনের শেষে ক্লান্ত হয়ে বিশ্রামের জায়গা খুঁজছিলেন প্রিয়াঙ্কা। অবশেষে সে স্থানের সন্ধান মিলেছে। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে নিজের সেই বাড়ির ছবিও পোস্ট করেছেন তিনি। যার সৌন্দর্য দেখে আপনারও হিংসা হতে পারে।
[ক্যানসারকে হারিয়ে বাংলা টেলিভিশনে নয়া যাত্রা শুরু ঐন্দ্রিলার]
The post জানেন, কেন ভোটার তালিকা থেকে নাম সরল প্রিয়াঙ্কার? appeared first on Sangbad Pratidin.