সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম নির্বাচনী প্রচারে ওয়ানড়ে বিজেপি নেতৃত্বের কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর অভিযোগ, এই সরকারের আমলে সংবিধানের মূল ভাব ক্রমাগত বিপর্যস্ত হচ্ছে। ওয়ানড়ের মীনানগাদিতে আয়োজিত একটি সভায় তিনি মণিপুরের হিংসার উল্লেখ করার পাশাপাশি দেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে ‘পরিকল্পিত’ আক্রমণ হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন।
প্রার্থী হিসেবে প্রথম নির্বাচনী প্রচারে বিজেপিকে নিশানায় নিয়ে প্রিয়াঙ্কা বলেন, "বিজেপি শাসনে দেশের সংবিধানের মূল কাঠামোকে দুর্বল করার চেষ্টা চলছে। সংখ্যালঘুদের উপর আক্রমণ চালানো হচ্ছে। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভয়, হিংসা ও ঘৃণার বীজ বপন করছে বিজেপি নেতারা। এদের বিরুদ্ধে কঠিন লড়াই লড়ছি আমরা। এই লড়াইকে নেতৃত্ব দিচ্ছেন রাহুল গান্ধী।" প্রিয়াঙ্কা আর বলেন, "যে মূল্যবোধের উপর ভিত্তি করে আমাদের দেশ গঠিত হয়েছে, সংবিধানের সেই কাঠামো রক্ষা করতে আমাদের এই লড়াই। আমাদের দেশের গণতন্ত্রের জন্য আমাদের লড়াই জারি থাকবে। দেশের সব মানুষকে সমান অধিকার দিতে লড়াই করছি আমরা। আপনারা আমাদের লড়াইইয়ের প্রধান সৈনিক।" এর পর সরাসরি নরেন্দ্র মোদির দিকে আঙুল তুলে প্রিয়াঙ্কা বলেন, 'একের পর এক কেন্দ্র সরকারের নীতি সাধারণ মানুষের চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বন্ধুদের পক্ষে তৈরি করা হচ্ছে। এটা চলতে পারে না। এ জিনিস অবিলম্বে বন্ধ হয়া প্রয়োজন।'
২২ অক্টোবর ওয়েনাডে প্রার্থী মনোনয়ন জমা দেন প্রিয়াঙ্কা। সেদিন তিনি কালপেট্টাতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে পাশে নিয়ে রোড-শো করেছিলেন। সঙ্গে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, মা সোনিয়া গান্ধী। তারপর এদিনই তাঁর প্রথম নির্বাচনী সভা। গত লোকসভা নির্বাচনে রায়বরেলি ও ওয়েনাড, দুই কেন্দ্র থেকেই প্রার্থী হয়েছিলেন রাহুল গান্ধী। দু’টি কেন্দ্রেই তিনি জেতার পরে রায়বরেলি আসনটি রেখে দিয়ে ওয়ানাড ছেড়ে দেন। সেই কেন্দ্রে ১৩ নভেম্বর উপনির্বাচন। সেখানে কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে দলের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে।
এই প্রথম তিনি কোনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জয়ী হলে প্রিয়াঙ্কা প্রথমবার সংসদীয় রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন। প্রিয়াঙ্কা প্রবীণ সিপিআই নেতা সত্যেন মোকেরি এবং বিজেপির কোঝিকোড় পুর কাউন্সিলর নব্য হরিদাসের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।