shono
Advertisement

Breaking News

Priyanka Gandhi

'১০ বছর ধরে তো হিন্দু-মুসলিমই করছেন', মোদিকে পালটা তোপ প্রিয়াঙ্কার

'হিন্দু-মুসলিম করলে সমাজে থাকার যোগ্যতা হারাব', দাবি মোদির।
Published By: Anwesha AdhikaryPosted: 10:27 PM May 15, 2024Updated: 10:29 PM May 15, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দু-মুসলিম করলে সমাজে থাকার যোগ্যতা হারাবেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই মন্তব্যকে পালটা তোপ দেগে প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) কটাক্ষ, গত দশ বছর ধরে তো উনি হিন্দু-মুসলিমই করে আসছেন। আজকে তো চাইলেই সেই ভাষণগুলো পালটে ফেলতে পারবেন না।

Advertisement

নিজে প্রতিদ্বন্দ্বিতা না করলেও চলতি লোকসভা নির্বাচনে (Lok Sabha 2024) জোরকদমে প্রচারে নেমেছেন প্রিয়াঙ্কা। বুধবার রাহুল গান্ধীর সমর্থনে রায়বেরেলিতে জনসভা করেন তিনি। সেখানেই মোদির বক্তব্যকে একহাত নেন। প্রিয়াঙ্কার কথায়, "গত দশ বছর ধরে তো হিন্দু-মুসলিমই করে আসছেন। সারা পৃথিবীর সামনে দাঁড়িয়ে ভাষণ দিয়েছেন উনি। আজকে কি সেটা অস্বীকার করতে চাইছেন? হঠাৎ করে তিনি কী করে দাবি করেন যে ওই মন্তব্যগুলো করেননি?" প্রিয়াঙ্কার তোপ, বিজেপি বরাবরই ধর্মের রাজনীতি করে এসেছে।

[আরও পড়ুন: ১৪ জনের মৃত্যুতে টনক নড়ল! বেআইনি বিলবোর্ড নিয়ে বড়সড় পদক্ষেপ মুম্বই প্রশাসনের

উল্লেখ্য, নির্বাচনী প্রচারে ঝড় তুলেছিল প্রধানমন্ত্রীর (Narendra Modi) 'মঙ্গলসূত্র' মন্তব্য। রাজস্থানের একটি সভায় গিয়ে তিনি বলেন, "কংগ্রেস (Congress) বলেছিল দেশের সম্পদের উপর মুসলিমদের অধিকার সকলের আগে। দেশের সম্পদ বন্টন করা হবে তাদের মধ্যে, যাদের পরিবারে বেশি সন্তান রয়েছে। কংগ্রেসের ইশতেহারেই বলা হয়েছে, মা-বোনদের সোনার গয়নার হিসেব করে সেই সম্পদ বিতরণ করা হবে। মনমোহন সিংয়ের সরকার তো বলেই দিয়েছে, দেশের সম্পদে অধিকার মুসলিমদেরই। আপনাদের মঙ্গলসূত্রটাও বাদ দেবে না।"

এই মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় ওঠে। কিন্তু মঙ্গলবার মোদি দাবি করেন, তাঁর মন্তব্যের অপব্যাখ্যা হয়েছে। মোদিকে বলতে শোনা যায়, ”আমি স্তম্ভিত। কে বলল অনুপ্রবেশকারী আর বেশি সন্তানের প্রসঙ্গ তোলা মানেই মুসলিমদের কথা বলা হচ্ছে? এই সমস্যা দরিদ্র হিন্দু পরিবারেও রয়েছে।আমি কখনও হিন্দু বা মুসলিমের নাম নিইনি। আমি কখনই হিন্দু-মুসলিমে বিভেদ সৃষ্টি করব না এবং এটা আমার গ্যারান্টি।” তাঁর আরও দাবি ছিল, হিন্দু-মুসলিম নিয়ে কথা বললে সামাজিক জীবনে আর থাকতে পারবেন না। মোদির এই মন্তব্য নিয়েই খোঁচা দিলেন প্রিয়াঙ্কা।

[আরও পড়ুন: টানা ৬ বার, দাঙ্গা-হাঙ্গামায় ইন্টারনেট বন্ধের নিরিখে ফের শীর্ষে ভারত

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জোরকদমে প্রচারে নেমেছেন প্রিয়াঙ্কা। বুধবার রাহুল গান্ধীর সমর্থনে রায়বেরেলিতে জনসভা করেন তিনি।
  • নির্বাচনী প্রচারে ঝড় তুলেছিল প্রধানমন্ত্রীর 'মঙ্গলসূত্র' মন্তব্য।
  • মঙ্গলবার মোদি দাবি করেন, তাঁর মন্তব্যের অপব্যাখ্যা হয়েছে।
Advertisement