shono
Advertisement

Breaking News

Priyanka Sarkar

প্রিয়াঙ্কা-সহজের 'ছুটি ছুটি', কোন সমুদ্রে অভিযান মা-ছেলের? ভিডিও শেয়ার করলেন নায়িকা

ছেলেকে নিয়ে বাঙালির প্রিয় ডেস্টিনেশনেই গিয়েছিলেন প্রিয়াঙ্কা।
Published By: Suparna MajumderPosted: 02:44 PM Nov 24, 2024Updated: 02:44 PM Nov 24, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটবেলায় 'ছুটি ছুটি'র দারুণ মজা ছিল। সেই মজার মুহূর্ত ছেলে সহজকেও দিতে চান প্রিয়াঙ্কা সরকার। তাই তো সুযোগ পেলেই মা-ছেলের অভিযান শুরু হয়ে যায়। এবারের গন্তব্য ছিল সমুদ্র। অল্প সময়ের ট্যুর হলেও দারুণ মজা করেছে প্রিয়াঙ্কা-সহজ। সেই সব মুহূর্তের কোলাজ ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী।

Advertisement

ছেলেকে নিয়ে অভিনেত্রী গিয়েছিলেন মন্দারমণি। বাঙালির প্রিয় ডেস্টিনেশন। যেখানে চট করে ঘুরে আসা যায়। আবার নিশ্চিন্তে দুটো দিন কাটানো যায়। সেখানেই প্রিয়াঙ্কা-সহজের সকাল শুরু হয়েছিল সূর্যোদয় দেখে। তার পর সমুদ্রে স্নান, ঘোরাফেরা আর চুটিয়ে খাওয়া-দাওয়া। ডাব, ম্যাগি, মাছ ভাজা থেকে দুপুরবেলা কবজি ডুবিয়ে ভাত-মাছ, কিছুই বাদ ছিল না।

মাঝে আবার বোট রাইডেও গিয়েছিল প্রিয়াঙ্কা-সহজ। সেই সমস্ত মুহূর্তের কোলাজ ভিডিও শেয়ার করে অভিনেত্রী লেখেন, 'চট করে মন্দারমণি সফর। আমি, আমার ছোট্ট হিরো, আর সৈকতের এই অসামান্য সৌন্দর্য। খোলা আকাশের নিচে সমুদ্রের ঢেউ, হাসি-মজা আর প্রত্যেকটা মুহূর্ত নিয়ে তৈরি এই স্মৃতিগুলো।'

একসময়ে পরিচালক রাজ চক্রবর্তীর ‘চিরদিনই তুমি যে আমার’ ছবিতে জুটি বেঁধে ঝড় তুলেছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা। শুধু সিনেমায় নয়, বাস্তবেও প্রেমে পড়েন প্রিয়াঙ্কা ও রাহুল। বিবাহবন্ধনে আবদ্ধ হন দুই তারকা। তাঁদের জীবনে আসে একমাত্র সন্তান সহজ। কিন্তু হঠাৎই প্রিয়াঙ্কা, রাহুলের সুখের সংসারে অশান্তি। যা আদালত পর্যন্ত গড়ায়। ২০১৮ সাল থেকে প্রিয়াঙ্কা ও রাহুলের মধ্যে আইনি লড়াই চলছিল। কিন্তু সময় অতি বড় মলম। তা সমস্ত আঘাত শুকিয়ে দিতে পারে। গত বছরের সেপ্টেম্বর মাসে ফের একসঙ্গে থাকার বার্তা দেন রাহুল ও প্রিয়াঙ্কা। এখন সহজকে নিয়ে দিব্যি আছেন দুজন। জীবনের প্রতিটা মুহূর্ত এভাবেই উপভোগ করছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ছেলেকে নিয়ে অভিনেত্রী গিয়েছিলেন মন্দারমণি। বাঙালির প্রিয় ডেস্টিনেশন।
  • যেখানে চট করে ঘুরে আসা যায়। আবার নিশ্চিন্তে দুটো দিন কাটানো যায়।
Advertisement