সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তাঁকে দেখতে হাসপাতালে আসেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। হাসপাতালে আসার কিছুক্ষণ পর দুঃসংবাদ শোনেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। শুক্রবার সকালে এক্স হ্যান্ডলে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা লেখেন, “নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা অধ্যাপক নির্মলা বন্দ্যোপাধ্যায় কলকাতায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুতে আমি শোকস্তব্ধ। গতকাল তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। লন্ডন স্কুল অফ ইকোনমিকসে প্রশিক্ষণ নিয়েছিলেন। কলকাতার সেন্টার ফর স্টাডিজ ইন সোশাল সায়েন্সেসের প্রাক্তন অর্থনীতির অধ্যাপক ছিলেন। তৎকালীন প্রেসিডেন্সি কলেজের অর্থনীতিবিদ দীপক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। আমি তাঁর সুপরিচিত ছিলাম। আমাদের অনেক স্মৃতি রয়েছে। তাঁর মৃত্যু বিরাট ক্ষতি। আমি সমবেদনা জানাই অভিজিৎ, অনিরুদ্ধ-সহ তাঁর পরিবারের সকল সদস্যদের।”
[আরও পড়ুন: ‘মমতাদি সব জানে, আমি দলের সঙ্গে আছি’, ফের নিজেকে ‘নির্দোষ’ দাবি জ্যোতিপ্রিয়র]
উল্লেখ্য, নোবেল পুরস্কারজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলাদেবীর বয়স ৮৭ বছর। কয়েকদিন ধরে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁকে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার হাসপাতালে যান। হাসপাতাল থেকে বেরিয়ে শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। তাঁর অবস্থা সংকটজনক বলেই জানান। শুক্রবার বেলা ১২টা ৩৫ মিনিট নাগাদ চিকিৎসকরা জানান মৃত্যু হয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদের মায়ের। এদিন সকালে হাসপাতালে পৌঁছন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। সেখানে যাওয়ার কিছুক্ষণ পরই দুঃসংবাদ শোনেন নোবেলজয়ী অর্থনীতিবিদ।