ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। তাঁকে শ্রদ্ধা জানাতে আগামী সাতদিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করল কেন্দ্র। রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মঙ্গলবার রাজ্যের প্রতিটি সরকারি দপ্তরে ছুটিও ঘোষণা করা হয়েছে। এছাড়া ওইদিন পূর্ব নির্ধারিত পুলিশ দিবসের অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। পরিবর্তে আগামী ৮ সেপ্টেম্বর পালিত হবে পুলিশ দিবসের অনুষ্ঠান।
করোনা (Coronavirus) আতঙ্কে যখন সকলে ঘরের দরজা বন্ধ করেছিলেন তখন প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই চালিয়ে গিয়েছিলেন পুলিশরা। আক্রান্ত হয়েছেন। তবে লড়াই থামেনি। পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশের প্রত্যেক লড়াকুকে সম্মান জানাতে তাই ১ সেপ্টেম্বর পুলিশ দিবস পালনের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওইদিন প্রত্যেক মানুষকে মাস্ক পরার কথা বলতে বলেছেন তিনি। সব পুলিশকর্মীদের দায়িত্ব দিয়েছেন সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোর। কিন্তু পুলিশ দিবসের অনুষ্ঠান পালনের ঠিক আগের দিনেই ঘটল অঘটন। জীবনযুদ্ধে হার মানলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাঁর মৃত্যুর কারণেই মঙ্গলবার পুলিশ দিবস পালনের সিদ্ধান্ত বাতিল করল রাজ্য সরকার। পরিবর্তে ৮ সেপ্টেম্বর হবে পুলিশ দিবসের অনুষ্ঠান পালন। এছাড়া মঙ্গলবার রাজ্যের প্রত্যেক সরকারি দপ্তরে ছুটিও ঘোষণা করা হয়েছে, জানান স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
[আরও পড়ুন: ঘরের ছেলের গলায় শোনা যাবে না চণ্ডীপাঠ, প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকস্তব্ধ মিরিটি]
দিল্লির সেনা হাসপাতালে তাঁর জীবনাবসানের খবর টুইটে জানান প্রাক্তন রাষ্ট্রপতিপুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। নক্ষত্রপতনের শোকে ভাসছে রাজনৈতিক মহল। এই পরিস্থিতিতে কেন্দ্রের তরফেও আগামী সাতদিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সোমবার রাতভর প্রাক্তন রাষ্ট্রপতির দেহ রাখা থাকবে মর্গে। মঙ্গলবারই হবে তাঁর শেষকৃত্য। জানা গিয়েছে, ওইদিন লোদি রোড শ্মশানেই তাঁর দেহ দাহ করা হবে। তাঁর স্ত্রীরও দেহ দাহ হয়েছিল ওই শ্মশানেই।
[আরও পড়ুন: নিউ নর্মালে কী কী বিধি মেনে চলবে লোকাল ট্রেন? রেলের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নেবে রাজ্য]
The post প্রয়াত প্রণব মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে মঙ্গলবার রাজ্যে ছুটি, বাতিল পুলিশ দিবসের অনুষ্ঠান appeared first on Sangbad Pratidin.