সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'এটা সম্মানের লড়াই, নিয়মের বেড়াজালে কাজ আটকাচ্ছে', সোমবার দুপুরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে প্রায় ২ ঘণ্টার বৈঠক শেষে সম্মিলিত মত জানালেন টলিউড পরিচালক, প্রযোজকরা।
সিনে-ইন্ডাস্ট্রি একটা পরিবার। আর সব পরিবারেই ছোটখাট মান-অভিমান থাকে। সেটাকে 'টেকনিশিয়ান বনাম পরিচালক' সংঘাতের তকমা দিতে নারাজ টলিউড পরিচালক-প্রযোজকরা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে তাঁদের সাফ মন্তব্য, কলাকুশলীদের সঙ্গে তাঁদের কোনও লড়াই নেই। একে অপরের পরিপূরক। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিনিয়োগ আনার পথ তৈরি করতে হবে। তাই আগামিকাল মঙ্গলবার থেকেই শুটিং শুরু হোক। নইলে এর জেরে রোজকার পারিশ্রমিক ভিত্তিক কলাকুশলীদের রুটি-রুজিতে টান পড়বে। গৌতম ঘোষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়-সহ সম্মিলিতভাবেই পরিচালকরা জানালেন, নিয়মের বেড়াজালে কাজের পরিসর ছোট হচ্ছে। যুগবদলের সঙ্গে এই নিয়মগুলিও পর্যালোচনা করে দেখা দরকার। প্রয়োজন নতুন কাঠামোর। সোমবার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিভাবক হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সিনেইন্ডাস্ট্রির সুসম্পর্কের কথাও উল্লেখ করেন তাঁরা। কথাপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের কাছে সংশ্লিষ্ট ইস্যুটি খতিয়ে দেখার আর্জিও জানান।
শুরুতেই গৌতম ঘোষ বলেন, "আমরা যেন সবাই মিলেমিশে আমাদের ইন্ডাস্ট্রিকে আন্তর্জাতিক জায়গায় নিয়ে যাই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই চেয়েছেন। এই অচলাবস্থা থেকে বেরোতে গেলে সব পক্ষকে এগিয়ে আসতে হবে। আমরাও টেকনিশিয়ানদের জন্য উদ্বিগ্ন। এখানে কোনও পক্ষ নেই। সকলে এক আমরা।" ইন্দ্রনীল রায়চৌধুরী জানালেন, "নিয়মের বেড়াজালে টালিগঞ্জে কাজের পরিমাণ কমেছে। এমতাবস্থায় রাজ্য সরকারের কাছে হস্তক্ষেপ করার আবেদন জানাচ্ছি।"
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মন্তব্য, "আজ হয়তো রাহুল মুখোপাধ্যায়ের (Rahool Mukherjee) জন্য আমরা একত্রিত হয়েছি। কিন্তু এই সমস্যা অনেকদিনের। বহুদিন ধরেই অভিনেতা, কলাকুশলী, শিল্পীদের কাজ ব্যাহত হয়েছে নানা নিয়মের জন্য।" সেই প্রসঙ্গেই গৌতম বলছেন, "যুগ এবং প্রযুক্তির সঙ্গে এই নিয়মগুলোর এবার একটু পর্যালোচনা দরকার।" প্রসেনজিতের সংযোজন, "কিছুদিন আগেই একটা বাইরের কোনও বড় সিরিয়াল হওয়ার কাজ চলছিল এখানে। যেটা বন্ধ হয়ে যায় কয়েক ঘণ্টার জন্য। চরকিরও অনেক কাজ বাতিল হয়েছে শুনেছি। এবার সেটা কেন হল? আমি, দেব আমরা সবাই প্যান ইন্ডিয়া ছবি বানানো নিয়ে ভাবি। কিন্তু বিষয়টা হচ্ছে, বাইরের মানুষ এখানে যদি কাজ করতে আসে, তাহলে কাদের লাভ হবে? আমাদের নিশ্চই? আমি বাইরে নানা ইন্ডাস্ট্রিতে কাজ করে বলছি, আমাদের অভিনেতা, কলাকুশলীরা অনেক দক্ষ। বাইরে গিয়ে ভালো কাজ করলে আখেরে আমাদেরই ভাল লাগবে। তাই একটাই কথা, কিছু নিয়মের জটে অনেককিছু আগের মতই রয়ে গিয়েছে। সেটায় বদল আনা খুব দরকার। টেকনোলজির উন্নতি হয়েছে। ১০ বছর পর পর নিয়ম এবং রেগুলেশনে বদল আনা খুব জরুরি। তাতে বিরোধের কোনও জায়গা নেই। আমাদের একসঙ্গে বসে আলোচনা করে সেটা করতে হবে।"
টলিউড পরিচালকদের হয়ে গৌতম ঘোষ, প্রসেনজিৎ, রাজরা জানালেন, আমরা কেউ কাজ বন্ধ রাখার পক্ষপাতী নই। আমাদের টেকনিশিয়ান স্টুডিও দারুণ উন্নত। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মধ্যস্থতা করে করজোড়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মত, "সোমবার দু পক্ষ আলোচনার মাধ্যমে এই সমস্যা মিটিয়ে মঙ্গলবার থেকেই কাজ শুরু করা দরকার।" উল্লেখ্য, সমাধানের পথ খুঁজতে রাত ৮টায় টেকনিশিয়ান স্টুডিওতে ফের একদফা সাংবাদিক সম্মেলন পরিচালকদের। তার আগে বিকেল ৪টেয় বৈঠক রয়েছে ফেডারেশনের।