shono
Advertisement

ফেরাতে হবে পুরনো পেনশন পদ্ধতি, দিল্লিতে কেন্দ্রের বিরুদ্ধে বিরাট বিক্ষোভ সরকারী কর্মীদের

বিক্ষোভে অস্বস্তিতে গেরুয়া শিবির, সমর্থন কংগ্রেসের।
Posted: 07:24 PM Oct 01, 2023Updated: 07:39 PM Oct 01, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের আগে অস্বস্তিতে মোদি সরকার। পুরনো পদ্ধতিতে পেনশনের দাবিতে দিল্লির রামলীলা ময়দানে বিক্ষোভ সরকারি কর্মীদের। রবিবার গোটা দেশের একাধিক রাজ্যের সরকার কর্মীরা পুরনো পদ্ধতিতে পেনশনের দাবিতে বিক্ষোভে শামিল হলেন রাজধানীতে। ন্যাশনাল মুভমেন্ট ফর ওল্ড পেনশন স্কিমের (NMOPS) নেতা বিজয় কুমার বন্ধু বলেন, “এই বিষয়ে কেন্দ্র অনুমোদন দিলেই রাজ্য সরকারের উপর আর কোনও দায় বর্তায় না।” যদিও সেই কাজ করছে না মোদি সরকার।

Advertisement

NMOPS এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়েছে, যদি কেন্দ্রীয় সরকার ওল্ড পেনশন স্কিম (OPS) না ফেরায়, তবে আসন্ন লোকসভা নির্বাচনের আগে “ওপিএসের জন্য ভোট” শিরোনামে প্রচার শুরু করবে তারা৷ ইতিমধ্যে কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল কর্মচারী সংগঠনগুলির এই বিক্ষোভকে সমর্থন করেছে। NMOPS-এর প্রতিবাদ সভায় অংশ নেন কংগ্রেস নেতা তথা হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুদা, রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। এছাড়াও বহুজন সমাজ পার্টির এক সাংসদকেও দেখা গিয়েছে রামলীলা ময়দানে।

[আরও পড়ুন: ৪৫ মিনিট নয়, ‘ফোর্টিন মিনিট মিরাকল’, সফর শেষে বুলেট গতিতে স্বচ্ছ হবে বন্দে ভারত]

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সরকারি কর্মীদের বিক্ষোভকে সমর্থন করেছেন এক্স হ্যান্ডেলে। লিখেছেন, “ফিরিয়ে আনা হোক OPS। এই আন্দোলনকে নৈতিকভাবে আমরা সরর্থন করছি।” কংগ্রেসের বক্তব্য, “পুরনো পদ্ধতির পেনশন কর্মীদের অধিকার।” মোদি সরকারের প্রতি তাদের পরামর্শ, “দেশের সেবা করছেন যে লক্ষ লক্ষ সরকারি কর্মী তাঁদের উপযুক্ত সম্মান দিন।”

উল্লেখ্য, মহারাষ্ট্রের চালু হয়েছে ন্যাশনাল পেনশন স্কিম (National Pension Scheme)। এই স্কিমের অধীনে সরকারি কর্মীদের নিজেদের বেতনের একটি অংশ পেনশন তহবিলে জমা রাখতে হয়। সরকারও ওই একই পরিমাণ অর্থ কর্মীদের পেনশন স্কিমে জমা রাখে। তারপর সেই জমানো টাকা থেকে অবসরের পর সামান্য পরিমাণ পেনশন দেওয়া হয় সরকারি কর্মীদের। মজার কথা, এই পদ্ধতিতে শুধু সরকারি কর্মী নন, সাধারণ নাগরিকরাও পেনশনের সুবিধা পেতে পারেন। সেদিক থেকে দেখতে গেলে পেনশন হিসাবে বাড়তি কোনও সুবিধা সরকারি কর্মীরা পাচ্ছেন না।

[আরও পড়ুন: রক্ষকই ভক্ষক! যোগীরাজ্যের পার্কে সঙ্গীর সামনেই তরুণীকে যৌন হেনস্তায় অভিযুক্ত পুলিশ]

স্বাভাবিকভাবেই সরকারি কর্মীদের মধ্যে ক্ষোভের জায়গা রয়েছে। সেই ক্ষোভ উসকে উঠেছে কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে পুরনো পেনশন যোজনা চালু হওয়ায়। কংগ্রেস ইতিমধ্যেই রাজস্থান, ছত্তিশগড়, এবং হিমাচলপ্রদেশে পুরনো পেনশন ব্যবস্থা (Old Pension Scheme) চালু করেছে। এই স্কিম অনুযায়ী, অবসরের পর সরকারি কর্মীরা নিজের শেষ মূল বেতনের ৫০ শতাংশ মাসিক পেনশন হিসাবে পান। তাৎপর্যপূর্ণভাবে এরাজ্যের সরকারি কর্মীরাও পুরনো পেনশন পদ্ধতিতে পেনশন পান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement