সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল অরুণাচল প্রদেশ। পোড়ানো হয় কমিউনিস্ট দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কুশপুত্তলিকা। বুধবার তেজু শহরে ‘চিন নিপাত যাক’ স্লোগান তোলেন হাজার হাজার মানুষ।
কেন এই বিক্ষোভ? অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) বাসিন্দা তিন উশু খেলোয়াড়ের ভিসার আবেদনে সিলমোহর দেয়নি চিন প্রশাসন। ফলে এশিয়ান গেমসের (Asian Games 2023) আয়োজকদের তরফে ছাড়পত্র পেলেও, চিনে প্রবেশাধিকার পাননি তাঁরা। বাধ্য হয়ে তিন খেলোয়াড়কে ছাড়াই চিনে পৌঁছয় ভারতীয় দল। যোগ্যতা থাকা সত্ত্বেও দেশের প্রতিনিধিত্ব করতে পারেননি তিন খেলোয়াড়। পড়শি দেশের এহেন বৈষম্যমূলক এই আচরণে চিনকে পালটা দেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছে ভারত। প্রতিবাদ স্বরূপ সেদেশে সফর বাতিল করেছেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।
[আরও পড়ুন: ‘কিছুই বদলাবে না’, ম্যাপ বিতর্কে ভারতের পাশে দাঁড়িয়ে চিনকে তোপ রাশিয়ার!]
এই ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন অরুণাচলের মানুষ। বুধবার তেজু শহরে ‘চিন নিপাত যাক’ স্লোগান তোলেন হাজার হাজার মানুষ। পোড়ানো হয় চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কুশপুত্তলিকা। এদিকে, চিনে না গেলেও ওনিলু টেগা, নাইমান ওয়াংসু ও মেপুং লামগু নামের ওই তিন খেলোওয়াড়কে পুরস্কৃত করবে মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর সরকার। খেলাধুলো নিয়ে রাজ্যের নীতি মোতাবেক তাঁদের ২০ লক্ষ টাকা করে দেওয়া হবে।
প্রসঙ্গত, বরাবরই অরুণাচল প্রদেশকে নিজেদের বলে দাবি করে এসেছে চিন। গত এপ্রিল মাসে অরুণাচল প্রদেশের ১১টি অঞ্চলের নাম প্রকাশ করে বিবৃতি জারি করে চিনের স্বরাষ্ট্রমন্ত্রক। এহেন আচরণের তীব্র নিন্দা করে পালটা মুখ খোলে ভারতও। গত ২৮ আগস্ট দেশের নতুন সরকারি ম্যাপ প্রকাশ করে চিন। সেখানে অরুণাচল প্রদেশকে নিজের বলে দাবি করেছে তারা। এমনকী আকসাই চিনও নাকি তাদের, দাবি বেজিংয়ের। এর পরই জিনপিং প্রশাসনের নিন্দায় সরব হয় মোদি সরকার। চিনের এমন পদক্ষেপের তীব্র নিন্দা করে বিদেশমন্ত্রী এস জয়শংকর বলেন, এইরূপ ম্যাপ প্রকাশই চিনের অভ্যাস।