shono
Advertisement
Bangladesh

কারাগারে হামলা বিক্ষোভকারীদের, রক্তাক্ত বাংলাদেশে জেল থেকে পালাল শতাধিক কয়েদি!

অসমর্থিত সূত্রে খবর, সংঘর্ষের জেরে বাংলাদেশে মৃতের সংখ্যা ৬০ পেরিয়ে গিয়েছে।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 09:02 PM Jul 19, 2024Updated: 09:02 PM Jul 19, 2024

সুকুমার সরকার, ঢাকা: সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষণ বাতিলের দাবিতে জ্বলছে বাংলাদেশ। দিকে দিকে পড়ুয়াদের বিক্ষোভ-মিছিল অব্যাহত। আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলিগ। ঝরছে রক্ত। অসমর্থিত সূত্রে খবর, সংঘর্ষের জেরে বাংলাদেশে মৃতের সংখ্যা ৬০ পেরিয়ে গিয়েছে। শুক্রবার নরসিংদীর একটি কারাগারে হামলা চালায় বিক্ষোভকারীরা। আগুন লাগিয়ে দেওয়ার পাশাপাশি ভাঙচুর করা হয় বলে হয় অভিযোগ। আর এর মাঝেই জেল থেকে পালিয়ে গিয়েছে শতাধিক কয়েদি!

Advertisement

সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, শুক্রবার বাংলাদেশের নরসিংদী জেলার একটি কারাগারে হামলা চালায় আন্দোলনকারীরা। সেখানে আগুন লাগিয়ে দেওয়ার পাশাপাশি ভাঙচুরও করা হয়। কয়েদিদের জেল থেকে মুক্ত করে দেওয়া হয় বলেও অভিযোগ। ফলে নরসিংদীর জেল থেকে পালিয়েছে শতাধিক বন্দি। নাম প্রকাশে অনিচ্ছুক এক জেল আধিকারিক এএফপিকে জানিয়েছেন, "বিক্ষোভকারীরা জেলে হামলা করায় পর শতাধিক কয়েদি পালিয়ে গিয়েছে।" রিপন নামে স্থানীয় এক বাসিন্দা জানান, "আমি অন্তত ২০ জন কয়েদিকে জেল থেকে পালাতে দেখেছি। এমনকী তারা ব্যাগে করে নিজেদের জিনিসপত্রও নিয়ে গিয়েছে।" ফলে পরিস্থিতি আরও ঘোরাল হয়ে উঠছে। 

এদিকে, বিক্ষোভ-সংঘর্ষে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। অসমর্থিত সূত্রে খবর, সংখ্যাটা ৬০ পেরিয়ে গিয়েছে। তবে বাংলাদেশ সরকারের তরফে এই নিহতের সংখ্যা নিয়ে কিছু জানা যায়নি। বাংলাদেশের এক প্রথম সারির সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবারও ৩ জনের প্রাণ গিয়েছে। আহতের সংখ্যা ৫০০-র কাছাকাছি হবে। রাজধানী ঢাকায়  সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বাতিল হয়েছে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস। আজ ও আগামিকাল শনিবার বাতিল থাকবে এই ট্রেনটি। অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাংলাদেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান।  বন্ধ মোবাইল ইন্টারনেট পরিষেবা।   

অন্যদিকে, চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট হয়ে দেশে ফিরেছেন বহু ভারতীয় শিক্ষার্থী। ভারতে ফেরায় অপেক্ষায় আরও অনেকে ভিড় জমিয়েছেন সীমান্তে। জানা গিয়েছে, শুক্রবার সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত ৭০ জন পড়ুয়া ভারতে ফিরেছেন। পড়শি দেশ নেপালেও ফিরে গিয়েছেন বহু পড়ুয়া।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষণ বাতিলের দাবিতে জ্বলছে বাংলাদেশ।
  • দিকে দিকে পড়ুয়াদের বিক্ষোভ-মিছিল অব্যাহত। আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলিগ।
  • শুক্রবার নরসিংদীর একটি কারাগারে হামলা চালায় বিক্ষোভকারীরা। আগুন লাগিয়ে দেওয়ার পাশাপাশি ভাঙচুর করা হয় বলে হয় অভিযোগ।
Advertisement