shono
Advertisement

টিমগেমেই বাজিমাত বায়ার্নের! চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল মেসি-এমবাপেদের PSG

ফের অধরা মেসিদের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন।
Posted: 09:05 AM Mar 09, 2023Updated: 09:05 AM Mar 09, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুটবল ইজ এ টিমগেম! প্রাচীন প্রবাদ ফের সত্যি প্রমাণ করে দিল বায়ার্ন মিউনিখ (Bayern Munich)। মেসি, এমবাপে, র‍্যামোস, হাকিমিদের মতো তারকাখচিত দল প্যারিস সাঁ জাঁ। সেই দলকে একপ্রকার গুঁড়িয়ে দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল জার্মান চ্যাম্পিয়নরা।

Advertisement

দুই পর্বের ম্যাচের প্রথম পর্বে ১-০ গোলে এগিয়েই ছিল বায়ার্ন। শেষ আটে যেতে হলে বুধবার রাতে অন্তত ২-০ গোলে জিততে হত মেসিদের। খেলার ফল সেই ২-০ হল। কিন্তু সেটা বায়ার্নের পক্ষে। এদিন বায়ার্নের হয়ে গোল করে ম্যাক্সিম কোপো-মোটিং, যিনি কিনা একটা সময় পিএসজিতেই (PSG) খেলতেন। অপর গোলটি করেন তরুণ তারকা ন্যাব্রি। মেসিরা দুই পর্ব মিলিয়ে ১৮০ মিনিটে বায়ার্নের বিরুদ্ধে একটা গোলও করতে পারেননি।

[আরও পড়ুন: ত্রিপুরার উপজাতিদের দাবি মানতে রাজি অমিত শাহ! প্রদ্যোতের দাবিতে চাঞ্চল্য]

কাতারের ধনকুবের নাসের আল-খেলাফি পিএসজির দায়িত্ব নেওয়ার পর জলের মতো পয়সা খরচ করে চলেছেন শুধু একটাই স্বপ্ন নিয়ে। সেটা হল প্যারিসের ক্লাবটিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জেতানো। সেই লক্ষ্যে একে একে মেসি, নেইমার, র‍্যামোস, এমবাপেদের মতো তারকা ফুটবলারদের সই করিয়েছেন তিনি। একাধিকবার বদলেছে কোচ। কিন্তু কিছুতেই কাজের কাজ হয়নি। চ্যাম্পিয়ন্স লিগ জেতা তো দূরঅস্ত ফাইনালেও পৌঁছাতে পারেনি মেসিদের দল। এবারেও তেমনটাই হল। প্রি-কোয়ার্টার ফাইনালেই ছিটকে যেতে হল প্যারিসের দলটিকে।

[আরও পড়ুন: বিহারে সেনার অনুশীলনে চরম বিপত্তি, কামানের গোলা ছিটকে মৃত্যু ৩ গ্রামবাসীর]

বায়ার্নের পাশাপাশি এদিন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছে এসি মিলানও। টটেনহ্যাম হটস্পারকে দুই পর্ব মিলিয়ে ১-০ গোলে হারিয়ে শেষ আটে চলে গেল মিলানের ক্লাবটি। এর আগেই বেনফিকা এবং চেলসি শেষ আটে চলে গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement