shono
Advertisement

শাস্তি কাটিয়ে মাঠে নামতেই দর্শকের কটাক্ষের মুখে মেসি! পাশে দাঁড়ালেন সতীর্থ

ঘরের মাঠেই এক অদ্ভুত অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হল এলএম টেনকে।
Posted: 05:09 PM May 14, 2023Updated: 05:09 PM May 14, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাস্তির খাঁড়া কাটিয়ে মাঠে নামলেন তিনি। প্রতিপক্ষকে হারিয়ে জয়ের মুখও দেখল তাঁর দল। কিন্তু নিজেদের ঘরের মাঠেই এক অদ্ভুত অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হল তাঁকে। কথা হচ্ছে লিওনেল মেসির। প্যারিস সাঁ জাঁর সমর্থকদের একটা বড় অংশ যে তাঁকে নিয়ে খুশি নয়, সেটাই যেন স্পষ্ট হয়ে গেল।

Advertisement

শনিবার অ্যাজাসিওকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে লিগ ওয়ান (league 1) খেতাব জয়ের দিকে আরও একধাপ এগিয়ে যায় পিএসজি। কিন্তু ম্যাচের ফলকে ছাপিয়ে গেল অন্য ঘটনা। খেলা চলাকালীন যে যে মুহূর্তে মেসির পায়ে বল পৌঁছায়, তখনই স্টেডিয়াম থেকে উড়ে আসে কটাক্ষ। ‘বু…’ শব্দ তুলে মেসিকে হেয় করার চেষ্টা করে দর্শকদের একাংশ। যা নিয়ে রীতিমতো হইচই পড়ে যায়। এলএম টেনের সতীর্থ রেনাটো স্যাঞ্চেস বলে দিচ্ছেন, “বেশ অস্বস্তিকর একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। মেসির পক্ষেও ব্যাপারটা বেশ অস্বস্তিজনক ছিল, টিম এবং ক্লাবের পক্ষেও।”

[আরও পড়ুন: পাচ্ছেন না বার্ধক্যভাতা, অভিষেককে কাছে পেয়ে কেঁদে ফেললেন রায়নার বৃদ্ধ]

আসলে যত কাণ্ড মেসির সৌদি আরব যাওয়াকে কেন্দ্র করে। ক্লাবের থেকে অনুমতি না নিয়েই পরিবারের সঙ্গে সৌদি চলে আর্জেন্টাইন তারকা। যার জেরেই প্যারিস সাঁ জাঁ’র রোষের মুখে পড়তে হয় মেসিকে (Leo Messi)। দু’সপ্তাহের জন্য তাঁকে সাসপেন্ড করে দেয় ক্লাব। এমনকী দলের সঙ্গে তাঁর প্র্যাকটিসে যোগ দেওয়ার উপরও জারি হয় নিষেধাজ্ঞা। এহেন পরিস্থিতিতে ক্ষমা চেয়ে নেন লিও। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি দাবি করেন, সামান্য একটা হিসাবের ভুলে এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। যার জন্য তিনি ক্ষমাপ্রার্থী।

মেসি ক্ষমা চাওয়ার পর তাঁর শাস্তি কমিয়ে দেয় ক্লাব। আর সেই কারণেই শনিবার মাঠে নামার অনুমতি পান তিনি। কিন্তু মেসির দোষ ক্লাব ভুলিয়ে দিলেও সমর্থকদের অনেকেই যে তাঁকে ক্ষমা করেননি, তারই প্রমাণ মিলল। উল্লেখ্য, পিএসজিতে এটাই হয়তো মেসির শেষ মরশুম। কারণ তাঁর সঙ্গে নতুন করে কোনও চুক্তি সাক্ষরিত হয়নি ক্লাবের।

[আরও পড়ুন: কোন রাজ্যে কংগ্রেস? কোন রাজ্যে বিজেপি? এই মুহূর্তে কেমন ভারতের রাজনৈতিক রং?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement