shono
Advertisement

Breaking News

'পাক ক্রিকেটের জন্য কিছুই করেনি PSL', আইপিএলের মধ্যেই ক্ষোভ উগরে দিলেন কানেরিয়া

Posted: 08:23 PM Mar 28, 2022Updated: 08:23 PM Mar 28, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরু হয়ে গিয়েছে আইপিএল (IPL 15)। তার মধ্যেই পাকিস্তানকে কটাক্ষ করে আইপিএলের প্রশংসা করলেন প্রাক্তন পাক ক্রিকেটার দানিশ কানেরিয়া। পাকিস্তান সুপার লিগ দেশের ক্রিকেটের জন্য কিছুই করেনি, দাবি প্রাক্তন পাক তারকার। একই সঙ্গে ভারতীয় ক্রিকেট কীভাবে আইপিএলকে কাজে লাগিয়ে তরুণ খেলোয়াড়দের তুলে আনছে, সেই প্রসঙ্গও তুলেছেন তিনি। পাকিস্তান সুপার লিগে ভাল খেললেও শুধুমাত্র পাক ক্রিকেট বোর্ডের অপেশাদারিত্বের কারণেই সেই প্রতিভাদের কদর হয় না, এমন অভিযোগই তুলেছেন প্রাক্তন লেগস্পিনার।

Advertisement

আইপিএল এবং পিএসএলের (PSL) মধ্যে কোনটা ভাল? সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই এহেন মন্তব্য করেছেন দানিশ। তিনি জানিয়েছেন, "আইপিএল অত্যন্ত পেশাদার টুর্নামেন্ট। সেখানে খেলতে গিয়ে নানারকম অভিজ্ঞতা অর্জন করেন উঠতি ক্রিকেটাররা।" আইপিএল খেলেই উঠে এসেছেন জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) মতো তারকারা। সেই প্রসঙ্গ উল্লেখ করে দানিশ বলছেন, "ভারতীয় ক্রিকেটকে অনেক প্রতিভা উপহার দিয়েছে আইপিএল।" ভারতীয় নির্বাচকদেরও নজর থাকে এই টুর্নামেন্টে। বিসিসিআই (BCCI) আয়োজিত এই টুর্নামেন্টের ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে দানিশ বলেছেন, "প্রতি বছরই উন্নতি করছে আইপিএল।" 

[আরও পড়ুন: ঠেলাগাড়িতে করে এল ২ লক্ষ ৬০ হাজার কয়েন, যুবকের বাইক কেনার ভিডিও দেখে অবাক নেটিজেনরা]

অতীতেও পাক ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে তোপ দেগেছেন প্রাক্তন লেগস্পিনার। এবারও বোর্ডের পাশাপাশি তীব্র নিন্দা করলেন পাকিস্তান সুপার লিগেরও। ধিক্কারের সুরে দানিশ বলেছেন, "পিএসএল পাকিস্তান ক্রিকেটের জন্য কিছুই করতে পারেনি।" পাকিস্তান ক্রিকেট লিগে প্রতিভার অভাব নেই। কিন্তু তাঁদের সঠিক ভাবে ব্যবহার করা হয় না বলেই দাবি তাঁর। "পিএসএলে কেউ ভাল খেললেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের অপেশাদার আচরণের কারণে তাঁদের জাতীয় দলে খেলা হয় না। পাক বোর্ড সেই প্রতিভাবান ক্রিকেটারদের জাতীয় দলে খেলার সুযোগ করে দেয় না।" মত কানেরিয়ার।

আইপিএলের অনুকরণে পাকিস্তান সুপার লিগ শুরু হয় ২০১৬ সালে। ৬টি দলের এই টুর্নামেন্টে আইপিএলের মতোই লড়াই হয়। আর্থিক দিক থেকে এই টুর্নামেন্ট বেশ লাভজনক হলেও এর থেকে পাক ক্রিকেট লাভবান হয় না বলেই মনে করেন কানেরিয়া। 

[আরও পড়ুন: শিক্ষার সুযোগ দিতে হবে মহিলাদের, তালিবানকে কড়া বার্তা রাষ্ট্রপুঞ্জের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement