shono
Advertisement

Breaking News

পরনে ব্যাকলেস ব্রালেট, এক ছেলের মা পূজার ‘বেশরম’ শুটের ভিডিও দেখে চটল নেটপাড়া

কী এমন করলেন অভিনেত্রী, যা দেখে তুলোধনা নেটদুনিয়ার?
Posted: 07:10 PM Dec 22, 2023Updated: 07:10 PM Dec 22, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে ব্যাকলেস ব্রালেট। খোলা কাঁধ-পিঠ। চোখেমুখে দুষ্টু ইশারা… উন্মুক্তপ্রায় শরীর দেখেই পূজা বন্দ্যোপাধ্যায়ের উপর চটে লাল নেটপাড়া। অতঃপর অভিনেত্রীকে ছেড়েও কথা বললেন না নেটপাড়ার নীতি পুলিশেরা। কেউ ‘অসভ্য মহিলা’ বলে কটাক্ষ করলেন তো কেউ বা আবার পূজাকে মনে করিয়ে দিলেন যে তিনি ‘এক ছেলের মা!’ ঘণ্টাখানেকের মধ্যেই অভিনেত্রীর এই বোল্ড ফটোশুটের ভিডিও ভাইরাল। উপচে পড়েছে লাইক-কমেন্টের বন্যা।

Advertisement

মুম্বই নিবাসী হলেও টলিউড ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত মুখ পূজা বন্দ্যোপাধ্যায়। হিন্দি টেলিভিশন অভিনেতা কুণাল ভার্মাকে বিয়ের পর মায়ানগরীতেই থাকেন। তবে কাজের সূত্রে মাঝেমধ্যেই কলকাতা টু মুম্বই করতে হয় অভিনেত্রীকে। সোশাল মিডিয়াতেও বেশ সক্রিয় পূজা। মাঝেমধ্যেই রোজনামচার ছবি-ভিডিও শেয়ার করেন। এবার খোলামেলা পোশাকে ফটোশুট করার ভিডিও দিয়েই বিপাকে পড়েছেন। অভিনেত্রীর উপর চটে লাল নেটপাড়া। যদিও এই ফটোশুট সম্ভবত আগের! 

প্রসঙ্গত, ২০২০ সালে কুণাল ভার্মাকে বিয়ে করেন পূজা। দু’জনে একসঙ্গে ‘তুঝ সঙ্গ প্রীত লাগাই সাজনা’ ধারাবাহিকে কাজ করেছিলেন। সেই থেকেই প্রেম। ২০১৭ সালে আচমকাই বাগদান সেরে চমকে দিয়েছিলেন নায়িকা। ২০২০ সালে করোনা পরিস্থিতির মধ্যেই বিয়ে সেরে ফেলেন। ধুমধাম করে নয়, রেজিস্ট্রি ম্যারেজ করেই নতুন জীবনের পথে পা বাড়ান দু’জন। সে বছরই ছেলে কেশবের জন্ম দেন অভিনেত্রী। টলিপাড়াতেও তাঁর বন্ধুর সংখ্যা কম নয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement