shono
Advertisement

Breaking News

ভেজা শরীরেই সুইমিং পুলের পাশে শুয়ে পড়লেন পূজা! ভিডিও দেখে কী বললেন নেটিজেনরা?

কালো মনোকিনিতে নেটদুনিয়া মাতিয়েছেন অভিনেত্রী।
Posted: 05:01 PM Jun 25, 2023Updated: 05:01 PM Jun 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুইমিং পুলের নীল জল। তার পাশের হলুদ পাথরের উপর নিজের শরীর এলিয়ে দিলেন পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee)। ধনুকের মতো বাঁকা সেই শরীর জড়িয়ে রয়েছে কালো বিকিনি। তাতেই নেটদুনিয়া মাতিয়েছেন বং বিউটি।

Advertisement

বাংলা সিনেমার পাশাপাশি হিন্দি ধারাবাহিকেও জনপ্রিয় পূজা বন্দ্যোপাধ্যায়। একাধিক রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করেছেন তিনি। বর্তমানে ‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারক অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। নানা ছবি ও ভিডিও আপলোড করতে থাকেন। এবার কালো মনোকিনিতে সুইমিং পুলে ডুব দিয়েছিলেন অভিনেত্রী। সেই ভিডিও প্রথমে ইনস্টাগ্রামে, পরে ফেসবুকে শেয়ার করেন।

 

[আরও পড়ুন: ‘মেন্টাল’ যশ, সামলাবেন নুসরত! মুম্বইয়ের নায়িকাকে নিয়ে নয়া ইনিংস]

পূজার এই ভিডিওই নেটদুনিয়া কাঁপাচ্ছে। কমেন্টবক্সে অনেকেই আগুনের ইমোজি ব্যবহার করেছেন। “আগুন লাগিয়ে দিয়েছো”, “এক ছেলের মা হয়েও এত সুন্দর!”, এমন মন্তব্যও করা হয়েছে।

হিন্দি টেলিভিশন অভিনেতা কুণাল ভার্মাকে বিয়ে করেছেন পূজা। দু’জনে একসঙ্গে ‘তুঝ সঙ্গ প্রীত লাগাই সাজনা’ ধারাবাহিকে কাজ করেছিলেন। সেই থেকেই প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে বিয়ের আগে এই বিষয়ে কখনও মুখ খোলেননি তারকা জুটি। ২০১৭ সালে আচমকাই বাগদান সেরে ফেলেন পূজা ও কুণাল। ২০২০ সালে করোনা পরিস্থিতির মধ্যেই বিয়ে সেরে ফেলেন। ধুমধাম করে নয়, রেজিস্ট্রি ম্যারেজ করেই নতুন জীবনের পথে পা বাড়ান দু’জন। সে বছরই ছেলে কেশবের জন্ম দেন পূজা।

[আরও পড়ুন: Bigg Boss OTT: ‘এসব চলবে না…’, বিয়ের কেচ্ছা তুলতেই নওয়াজের স্ত্রীকে ধমক সলমনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement