shono
Advertisement

একবছরেই শেষ হবে কাজ, মাঝেরহাট ব্রিজ তৈরির বরাত পেল পাঞ্জাবের সংস্থা

ব্রিজ তৈরিতে বরাদ্দ ১৬০ কোটি টাকা। The post একবছরেই শেষ হবে কাজ, মাঝেরহাট ব্রিজ তৈরির বরাত পেল পাঞ্জাবের সংস্থা appeared first on Sangbad Pratidin.
Posted: 02:21 PM Oct 29, 2018Updated: 02:21 PM Oct 29, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর আগেই গ্লোবাল টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছিল। মাঝেরহাটে ব্রিজ তৈরির জন্য পাঞ্জাবের একটি সংস্থাকে বরাত দিল পূর্ত দপ্তর। নবান্ন সূত্রের খবর, মাঝেরহাটে একবছরের মধ্যে নয়া সেতু তৈরি করে দেবে সংস্থাটি। এই প্রকল্পে বরাদ্দ ১৬০ কোটি টাকা। প্রস্তাবিত সেতুর নকশাটিও পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা খতিয়ে দেখেছেন। তবে শুধু মাঝেরহাটেই নয়, যে সংস্থাটি বরাত দেওয়া হয়েছে, সেই সংস্থার এ রাজ্যে আরও বেশ সরকারি সেতু তৈরির কাজ করছে বলে খবর।

Advertisement

[ সপ্তাহের প্রথম কাজের দিনে শহরে অমিল বাস, নাকাল নিত্যযাত্রীরা]

দক্ষিণ শহরতলির অন্যতম ব্যস্ত সেতু মাঝেরহাট ব্রিজ। সত্যি কথা বলতে, বেহালা-সহ বিস্তীর্ণ এলাকার সঙ্গে শহরের বাকি অংশের যোগাযোগের প্রধান মাধ্যম এই সেতু। কিন্তু, গত ৪ সেপ্টেম্বর আচমকাই ভেঙে পড়ে মাঝেরহাট সেতুর একাংশ। ব্রিজের নিচে চাপা পড়ে প্রাণ হারান তিনজন। আহত হন ২৪ জন। মাঝেরহাট সেতু বিপর্যয়ের তদন্ত মুখ্যসচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি খতিয়ে দেখে সেতুর বাকি অংশটি ভেঙে ফেলার পরামর্শ দেন কমিটির সদস্য। এক বছরের মধ্যে মাঝেরহাটে নতুন সেতু তৈরি কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে সেতু বিপর্যয়ের বেহালা-সহ দক্ষিণ শহরতলির একটি বড় অংশে ট্রাফিক ব্যবস্থা তালগোলা পাকিয়ে গিয়েছিলেন। দুর্ভোগে পড়েছিলেন স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনার মাত্র ৩৮ দিনের মধ্যেই যুদ্ধকালীন তৎপরতার মাঝেরহাটে বেইলি ব্রিজ ও বিকল্প রাস্তা তৈরির কাজ শেষ করে নজির গড়েছে রাজ্য সরকার। পুজোর ঠিক মুখে খুলে দেওয়া হয় ব্রেইলি ব্রিজ ও বিকল্প রাস্তা। এখন কিছুটা হলেও স্বস্তিতে বেহালাবাসী। তবে মাঝেরহাটে নয়া সেতুর প্রক্রিয়া থেমে থাকেনি।

প্রশাসন সূত্রে খবর, পুজোর আগে মাঝেরহাট ব্রিজ তৈরির জন্য গ্লোবাল টেন্ডার প্রক্রিয়া চালু করে পূর্ত দপ্তর। টেন্ডার প্রক্রিয়ায় অংশ নিয়েছিল আট থেকে দশ সংস্থা । শেষপর্যন্ত পাঞ্জাবের একটি সংস্থাকে সেতুর তৈরির বরাত দিল রাজ্য সরকার। এই প্রকল্পের ১৬০ কোটি টাকা বরাদ্দ করেছে পূর্ত দপ্তর।  একবছরের মধ্যে মাঝেরহাটে নয়া সেতু তৈরি হয়ে যাবে বলে জানা গিয়েছে।   

[পাতালে মশার আঁতুড়ঘর, শহরের লাইফলাইনে ভরসা শুধুই স্প্রে]

The post একবছরেই শেষ হবে কাজ, মাঝেরহাট ব্রিজ তৈরির বরাত পেল পাঞ্জাবের সংস্থা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement