shono
Advertisement
Purulia

পর্যটনের প্রসারে পুলিশের অভিনব উদ্যোগ, প্রথমবার বাংলায় নাইট ম্যারাথন অযোধ্যা পাহাড়ে

নাইট ম্যারাথনের স্লোগান 'রান ফর অ্যাডভেঞ্চার'।
Published By: Arpan DasPosted: 09:06 PM Feb 14, 2025Updated: 09:06 PM Feb 14, 2025

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: বাংলার মধ্যে এই প্রথম নাইট ম্যারাথন হচ্ছে অযোধ্যা পাহাড়ে। পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে চলতি মাসের ২২ তারিখ এই অভিনব ম্যারাথন হবে। যেখানে পুরুষ ও মহিলারাও অংশ নেবেন। গত বছর একটি পর্যটন সংস্থা এই পাহাড়ে ম্যারাথন করে তাক লাগিয়ে দিয়েছিল। আর এবার সেই ম্যারাথন হচ্ছে রাত্রে। তবে তার আয়োজক পুরুলিয়া জেলা পুলিশ। রাজ্যে পালাবদলের পর একদা মাও ডেরা অযোধ্যা পাহাড় একেবারেই শান্ত। সেই সঙ্গে পর্যটনের নিরিখে এই পাহাড়কে আরও ভালোভাবে তুলে ধরতেই এই নাইট ম্যারাথনের উদ্যোগ পুলিশের। এর আগে সমগ্র বাংলায় কোথাও ম্যারাথন রাতে হয়নি। তবে ব্যাঙ্গালোরে রাতে ম্যারাথন হওয়ার উদাহরণ রয়েছে। পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, "অযোধ্যা পাহাড়কে পর্যটন সহ সামগ্রিক দিক দিয়ে তুলে ধরতেই আমাদের এই উদ্যোগ। এই ম্যারাথনকে সফল করতে আমাদের বিভিন্নভাবে প্রচার চলছে। আমরা ব্যাপক সাড়া পাচ্ছি।"

Advertisement

বক্তব্য রাখছেন পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

এই নাইট ম্যারাথনের স্লোগান 'রান ফর অ্যাডভেঞ্চার'। সাত দিন আগে থেকেই এই নাইট ম্যারাথনে অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। পুরুলিয়া জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, অযোধ্যা হিলটপ গ্রাউন্ড থেকে এই ম্যারাথন শুরু হবে। তারপর আপার ড্যাম পর্যন্ত গিয়ে আবার হিলটপে এসে শেষ হবে। ১৪ কিমি পথ জুড়ে এই ম্যারাথন হবে। দুটি ক্যাটাগরিতে এই প্রতিযোগিতা হচ্ছে। একটি জেনারেল ক্যাটাগরি ও আরেকটি মেয়েদের বিভাগ। জেনারেল ক্যাটাগরিতে প্রথম প্রাইজ রয়েছে নগদ ৫০ হাজার টাকা। সেই সঙ্গে মেডেল। দ্বিতীয় পুরস্কার ৩০ হাজার টাকা ও মেডেল। তৃতীয় পুরস্কার ২০ হাজার টাকা সঙ্গে মেডেল। চতুর্থ থেকে একেবারে ২৫ স্থান পর্যন্ত পুরস্কার রয়েছে এই বিভাগে। মহিলা বিভাগে প্রথম পুরস্কার ৩০ হাজার। দ্বিতীয় পুরস্কার ২০ হাজার। তৃতীয় পুরস্কার ১০ হাজার। সেই সঙ্গে মেডেল। এই বিভাগে চতুর্থ থেকে ১৫ তম স্থান পর্যন্ত পুরস্কার রয়েছে। জেনারেল ক্যাটাগরিতে নাম নিবন্ধীকরণের জন্য ৫০০ টাকা। মহিলা বিভাগে রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজন হচ্ছে ৩০০ টাকা। রাজ্য পুলিশের ক্ষেত্রে রেজিস্ট্রেশন-র জন্য কোন টাকা লাগছে না। ১৮ই ফেব্রুয়ারি পর্যন্ত এই রেজিস্ট্রেশন চলবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলার মধ্যে এই প্রথম নাইট ম্যারাথন হচ্ছে অযোধ্যা পাহাড়ে।
  • পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে চলতি মাসের ২২ তারিখ এই অভিনব ম্যারাথন হবে। যেখানে পুরুষ ও মহিলারাও অংশ নেবেন।
  • এই নাইট ম্যারাথনের স্লোগান 'রান ফর অ্যাডভেঞ্চার'।
Advertisement