shono
Advertisement
Pushpa 2

'পুষ্পা'র সঙ্গে সেলফি তুলতে ঝাঁপ অনুরাগীর! বিপদ বুঝে কী করলেন আল্লু অর্জুন?

৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে আল্লু অর্জুনের 'পুষ্পা ২'।
Published By: Akash MisraPosted: 02:09 PM Dec 03, 2024Updated: 03:44 PM Dec 03, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে আল্লু অর্জুনের 'পুষ্পা ২' (Pushpa 2)। ইতিমধ্য়েই 'পুষ্পা' ঝড়ে কাবু গোটা দেশ। আর সেই ঝড়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, 'পুষ্পা ২'-এর দেশ জুড়ে প্রচারের সময়ই। এই যেমন সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, মঞ্চে বসে রয়েছেন আল্লু অর্জুন। আর তার দিকেই রীতিমতো উড়ে এসে পড়লেন এক অনুরাগী!

Advertisement

হ্যাঁ, সম্প্রতি ঠিক এমনই ঘটেছে। যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে এক অনুরাগী, সেলফি তোলার আবদার নিয়ে রীতিমতো মঞ্চে বসে থাকা আল্লু অর্জুনের দিকে ঝাঁপিয়ে পড়েন। নিরাপত্তারক্ষীরা তাঁকে আটকাতে গেলে, অভিনেতার পা জড়িয়ে ধরেন সেই ভক্ত। গোটা কাণ্ডে প্রথমে তো হতবাক হয়ে যান 'পুষ্পা' অভিনেতা। পরে অবশ্য় নিরাপত্তারক্ষীকে সরিয়ে ভক্তর সঙ্গে কথাও বলেন, ছবিও তোলেন, জড়িয়েও ধরেন। এই ঘটনার পরেই মাইক হাতে ভক্তদের শান্ত থাকার অনুরোধও করেন আল্লু অর্জুন।

প্রসঙ্গত, ‘পুষ্পা ২’ বিশ্বের ৩ হাজার লোকেশনে বাংলা, হিন্দি-সহ তামিল, তেলুগু, মালয়লম, কন্নড়ের মতো আরও চারটি ভাষায় মুক্তি পাবে ‘পুষ্পা ২: দ্য রুল’। যা মুক্তির আগেই ৪০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে। দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির সিনে বিশেষজ্ঞদের মতে, এই ছবি ওপেনিং ডে-তেই কেজিএফ ২-এর ব্যবসার রেকর্ড ভেঙে চুরমার করবে। ‘পুষ্পা’ ছবির দ্বিতীয়ভাগে চিত্রনাট্যে বড়সড় বদল রয়েছে। ক্লাইম্যাক্স নাকি একেবারে চমকে দেবে দর্শকদের। পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পুষ্পা’ ছবিটি যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই এই ছবির দ্বিতীয়ভাগ সাজানো হয়েছে। মাসখানেক আগে মুক্তি পাওয়া ‘পুষ্পা ২- দ্য় রুল’ ছবির টিজার। প্রথম ঝলকেই চমকে দিয়েছেন আল্লু অর্জুন, রশ্মিকারা। টিজার দেখার পর থেকেই এই ছবির জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। এবার শীতকালীন বক্স অফিসে ঝোড়ো হাওয়া দেখার পালা।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার শীতকালীন বক্স অফিসে ঝোড়ো হাওয়া দেখার পালা।
  • ‘পুষ্পা ২’ বিশ্বের ৩ হাজার লোকেশনে বাংলা, হিন্দি-সহ তামিল, তেলুগু, মালয়লম, কন্নড়ের মতো আরও চারটি ভাষায় মুক্তি পাবে ‘পুষ্পা ২: দ্য রুল’।
Advertisement