shono
Advertisement

Tokyo Olympics: দুরন্ত জয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে সিন্ধু, ফের পরাস্ত মহিলা হকি দল

ষষ্ঠ দিনের শুরুতে হতাশ করলেন ভারতীয় তীরন্দাজ তরুণদীপ রাইও।
Posted: 09:00 AM Jul 28, 2021Updated: 09:00 AM Jul 28, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জয়ের ধারা অব্যাহত পিভি সিন্ধুর (PV Sindhu)। মহিলা সিঙ্গলসের গ্রুপ পর্বে নিজের দ্বিতীয় জয় দিয়ে পদক ঘরে তোলার আশা জিইয়ে রাখলেন ভারতীয় শাটলার। তবে টোকিও অলিম্পিকের ষষ্ঠ দিনের শুরুতেই হতাশ করল মহিলা হকি দল। তীরন্দাজিতেও আশানুরূপ ফল হল না।

Advertisement

বুধবার সকালে হংকংয়ের এন উই চেয়ুংয়ের মুখোমুখি হয়েছিলেন সিন্ধু। সেই চেনা ছন্দেই ধরা দিলেন রিও অলিম্পিকে রুপোজয়ী তারকা। প্রতিপক্ষকে লড়াইয়ের সুযোগই দিলেন না তিনি। গ্রুপ পর্বের ম্যাচ জিতে নেন ২১-৯, ২১-১৬ স্ট্রেট গেমে। আর সেই সঙ্গেই গ্রুপ জে-তে শীর্ষে থেকে শেষ ১৬ নিশ্চিত করে ফেললেন তিনি।

[আরও পড়ুন: Tokyo Olympics: ছিটকে গিয়েই শাস্তির মুখে Manika! টোকিওর বিমান মিস করলেন ভিনেশ]

তবে সিন্ধুর জয়ের দিন গ্রেট ব্রিটেনের কাছে পরাস্ত ভারতীয় মহিলা হকি দল। ৪-১ গোলে ম্যাচ জিতে নেয় শক্তিশালী প্রতিপক্ষ। গ্রুপ পর্বের টানা তৃতীয় ম্যাচ হেরে বেশ কোণঠাসা ভারত। দিনের শুরুতে হতাশ করলেন ভারতীয় তীরন্দাজ তরুণদীপ রাই (Tarundeep Rai)। পুরুষদের ব্য়ক্তিগত ১/১৬ এলিমিনেশন রাউন্ডে ইজরায়েলের আই শ্যানির কাছে হারলেন ৬-৫ তিনি। শেষ হল তাঁর পদক জয়ের আশা।

করোনা আবহে আয়োজিত হওয়া অলিম্পিকে (Tokyo Olympics) এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে এসেছে একটি মাত্র পদক। মণিপুরী ভারোত্তোলক মীরাবাই চানুর হাত ধরে রুপো উঠেছে ঘরে। কিন্তু একের পর এক ইভেন্ট থেকে ছিটকে যাচ্ছেন ভারতীয় অ্যাথলিটরা। টেবিল টেনিসে মণিকা বাত্রা থেকে জিমন্যাস্টিক্সে প্রণতি নায়েক- আশা জাগিয়েও খুব বেশি দূর এগোতে পারেননি। তবে পদক জয়ের লক্ষ্যে এখনও স্থির অসমের বক্সার লভলিনা বরগোঁহাই। স্বপ্ন দেখাচ্ছেন ভারতীয় পুরুষ হকি দলও। তবে এখনও পদকের দাবিদার ভিনেশ ফোগাটের রিংয়ে নামা বাকি। দেশকে পদক দেবেন তিনি, আশায় বুক বেঁধেছে ১৩০ কোটি ভারতীয়।

[আরও পড়ুন: ডাক্তার হতে চান ১৯ বছরের পড়ুয়া, স্বপ্নপূরণে হাত বাড়ালেন শচীন তেণ্ডুলকর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement