shono
Advertisement

Breaking News

নৌসেনা কর্মীদের মৃত্যুদণ্ড রদে আর্জি ভারতের, পুনর্বিবেচনার সিদ্ধান্ত কাতারের

গুপ্তচরবৃত্তির অভিযোগ ভারতীয় নৌসেনার প্রাক্তন ৮ কর্মীর বিরুদ্ধে।
Posted: 11:56 AM Nov 24, 2023Updated: 11:56 AM Nov 24, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৮ প্রাক্তন নৌসেনা কর্মীর (Indian Navy) মৃত্যুদণ্ড দেওয়ার বিরুদ্ধে ভারতের আবেদন গ্রহণ করল কাতারের (Qatar) আদালত। জানা গিয়েছে, মৃত্যুদণ্ডের আদেশ আবার খতিয়ে দেখা হবে। আগামী কয়েকদিনের মধ্যেই এই মামলার শুনানি হবে বলেই সূত্রের খবর। উল্লেখ্য, ইজরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ ছিল ভারতীয় নৌসেনার প্রাক্তন ৮ কর্মীর বিরুদ্ধে। সেই অভিযোগেই তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

Advertisement

২০২২ সালের আগস্ট মাসে ৮ নৌসেনা কর্মীকে গ্রেপ্তার করে কাতারের গোয়েন্দা বিভাগ। তাঁরা সকলেই একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। ওই সংস্থা কাতার সেনাকে প্রশিক্ষণের কাজ করত। এর আগে একাধিক বার তাঁদের জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে আদালতে। অবশেষে অক্টোবর মাসে কাতারের আদালত মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয় ৮ জনকে। যদিও সরকারিভাবে এই আদেশ নিয়ে কিছুই বলা হয়নি কাতারের তরফে।

[আরও পড়ুন: ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেন বিরাট-রোহিত! ভাবছেন দ্রাবিড়ও’: বোরিয়া মজুমদার]

তবে এই খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে ভারতের বিদেশমন্ত্রক। মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছিলেন, কাতারের বিচার প্রক্রিয়া অত্যন্ত গোপনে চলছে। তবে নৌসেনা কর্মীদের হয়ে আইনি পদক্ষেপ নিতে শুরু করেছে ভারতও। চলতি মাসের শুরুতেই কাতারের কাছে আবেদন জানায় ভারত। ৮ নৌসেনা কর্মীর মৃত্যুদণ্ডের সাজা বাতিল করার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি নৌসেনা কর্মীদের পরিবারের সঙ্গে দেখাও করেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।

উল্লেখ্য, ২০ বছরেরও বেশি সময় ধরে নৌসেনায় কর্মরত ছিলেন ওই আটজন। যথেষ্ট উচ্চপদেই কাজ করেছেন তাঁরা। এবার জানা গিয়েছে, মৃত্যুদণ্ড রদ করতে চেয়ে ভারতের আবেদন গ্রহণ করেছে কাতার। তবে সরকারিভাবে কিছু ঘোষণা করেনি তারা। আপাতত ভারতের আবেদন খতিয়ে দেখে ফের মামলার শুনানি শুরু হবে কাতারের আদালতে। যদিও আগামী শুনানির তারিখ এখনও জানা যায়নি। 

[আরও পড়ুন: স্কুলের বাইরে ছুরি হাতে তাণ্ডব ‘শরণার্থী’র, আহত ৫, প্রতিবাদে রণক্ষেত্র ডাবলিন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement