shono
Advertisement

জানেন, কীভাবে হবু স্ত্রীর চোখে আপনি হয়ে উঠতে পারেন ‘পারফেক্ট’পুরুষ?

বিয়ের মরশুমে জেনে রাখা ভাল৷ The post জানেন, কীভাবে হবু স্ত্রীর চোখে আপনি হয়ে উঠতে পারেন ‘পারফেক্ট’ পুরুষ? appeared first on Sangbad Pratidin.
Posted: 03:32 PM Dec 31, 2017Updated: 10:02 AM Dec 31, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলছে বিয়ের মরশুম৷ সেলিব্রিটি কাপল থেকে পাড়ার দিদি-দাদাদের বিয়ের পিঁড়িতে বসার ছবি এখন সোশ্যাল মিডিয়া জুড়ে৷ আর তা দেখে অনেক ব্যাচেলারেরই মনের সুপ্ত ইচ্ছা খোঁচা দিচ্ছে৷ দীর্ঘদিনের প্রেম যদি পরিণয়ে বদলে যায়, তাহলে তো কথাই নেই৷ কিন্তু যাঁরা নতুন করে জীবন সঙ্গী খুঁজছেন, তাঁরা কি জানেন, হবু স্বামীর মধ্যে কোন গুণগুলি চান মহিলারা? কোন বিষয়গুলি পুরুষের প্রতি বাড়িয়ে তোলে আকর্ষণ ও ভালবাসা? কীভাবে আপনার স্পেশাল লেডির চোখে হয়ে ওঠা যাবে ‘পারফেক্ট’ পুরুষ? না জানা থাকলে, বিয়ের মরশুমে জেনে রাখা ভাল৷

Advertisement

[সঙ্গমের পর এই কাজগুলি করেন? নতুন বছরে পালটে ফেলুন অভ্যাস]

আর্থিক সিদ্ধান্ত:
বর্তমানে অনেক মহিলাই বিয়ের আগে নিজের পায়ে দাঁড়াতে চান৷ আর্থিকভাবে স্বাধীন ও প্রতিষ্ঠিত হয়ে তবেই স্বামীর সঙ্গে ঘর-সংসার করার পরিকল্পনা করেন৷ সেক্ষেত্রে তাঁরা চান, তাঁদের উপার্জনের অর্থ তাঁরা কীভাবে খরচ করবেন, সে সিদ্ধান্ত স্বামী নয়, তাঁরাই নেবেন৷ স্বামী-স্ত্রী দুজনেই সংসার চালাবেন, এ নিয়ে মহিলাদের কোনও সমস্যা নেই৷ কিন্তু স্ত্রী যদি বাবা-মা, বন্ধু-বান্ধব অথবা নিজের জন্য অর্থ ব্যয় করেন, তাহলে যেন স্বামী তাতে নাক গলাতে না আসেন৷ তাই হবু স্বামীরা স্ত্রীর উপার্জিত অর্থ নিয়ে মাথা না ঘামালেই সংসারে শান্তি বজায় রাখবে৷

পেশাদারি জীবন:
একজন পুরুষের কাছে তাঁর পেশাদারি জীবন যতটা গুরুত্বপূর্ণ, একজন মহিলার ক্ষেত্রেও বিষয়টা একইরকম৷ তাই স্ত্রীর কাজকে খাটো করা একেবারেই না-পসন্দ নারীর৷ অনেক পড়াশোনা করে, কাঠখড় পুড়িয়ে তিনিও জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন৷ তাই বিয়ের পর তাঁর পেশার গুরুত্ব কমে যাক, এমনটা মোটেই চান না তিনি৷ যদি কোনও ক্ষেত্রে সংসারের থেকে পেশাকে স্ত্রী এগিয়ে রাখতে চান, তাহলে পুরুষদের তা মেনে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ৷

স্বামী হোক স্বাধীনচেতা:
বিয়ের আগে অনেক পুরুষই তাঁর পার্টনারের কাজের প্রশংসা করেন৷ কিন্তু সংসার শুরুর পরই পালটে যায় ছবিটা৷ যাতে অনেক নারীই হতাশ হয়ে পড়েন৷ মহিলা চান, তাঁর জীবনের পুরুষটি যেমন তাঁকে বিভিন্ন বিষয়ে গাইড করবেন, তেমনই তাঁর চিন্তাভাবনা, সিদ্ধান্তগুলিকেও সম্মান করবেন৷ স্ত্রীর অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করে বর্তমানটাকে নষ্ট করবেন না৷ স্ত্রী যেমন স্বামীর অতীত টেনে সম্পর্কে জটিলতা বাড়াবেন না, তেমনটা প্রত্যাশাই স্বামীর থেকে রাখেন মহিলা৷

অ্যাডভেঞ্চারের নেশা:
অনেক মহিলাই একঘেয়ে জীবনে মাঝে মধ্যে ব্রেক ভালবাসেন৷ ব্যাগ গুছিয়ে অ্যাডভেঞ্চারে ভরপুর সফরে বেরিয়ে পড়তে চান৷ সেক্ষেত্রে পার্টনারটি তেমন না হলে সমস্যা৷ তাই বিয়ের আগে ভালভাবে লেডি লাভের মনের কথা জেনে নিন৷

অপরিবর্তিত:
বাপের বাড়ি ছেড়ে একটি মেয়ে চোখে অনেক স্বপ্ন নিয়ে নতুন এক সংসারে এসে পড়ে৷ যেখানে অচেনা মানুষদের সঙ্গে আস্তে আস্তে মানিয়ে নেয় সে৷ কিন্তু তারও তো কিছু প্রত্যাশা থাকে৷ স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে পালটে ফেলবে না, তার ইচ্ছেগুলোর হত্যা করবে না, এমনই প্রত্যাশা তার৷ সাত পাকে বাঁধা পড়ার আগে ঠিক যেমনটি সে ছিল স্বামী তাকে সেভাবেই ভালবাসবে, এমনটাই চান মহিলারা৷

[পোশাকের বাহারে স্টাইল স্টেটমেন্টে বছর মাতালেন যে নায়িকারা]

সৎ পুরুষ:
বিয়ের সময় পার্টনারের হাত ধরে প্রতিশ্রুতি দেন, তাঁর প্রতি চিরকাল সৎ থাকার৷ স্বামী ও স্ত্রী উভয়ক্ষেত্রেই বিষয়টি প্রযোজ্য৷ কিন্তু বর্তমানে দেশে বিবাহ বিচ্ছেদের সংখ্যা ক্রমেই বাড়ছে৷ তাই স্ত্রীর মতো স্বামীর কর্তব্য তাঁর প্রতি সৎ থাকা৷ তবেই আপনি তাঁর চোখে হয়ে উঠতে পারবেন পারফেক্ট পুরুষ৷

The post জানেন, কীভাবে হবু স্ত্রীর চোখে আপনি হয়ে উঠতে পারেন ‘পারফেক্ট’ পুরুষ? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement