সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সত্যজিৎ রায় (Satyajit Ray) পরিচালিত কাঞ্চনজঙ্ঘা, বাংলা ছবির জগতে অন্যতম মাইলস্টোন। বাংলা ছবির সেই পথ প্রদর্শকের জন্মদিন ২ মে। ১৯২১ থেকে ২০২১, জন্মশতবার্ষিকী উদযাপিত হচ্ছে প্রবাদপ্রতিম পরিচালকের। সেই সত্যজিৎ রায়ের স্মরণে, তাঁকে শ্রদ্ধা জানাতে পরিচালক রাজর্ষি দে’র (Raajhorshee De) পরবর্তী ছবি ‘আবার কাঞ্চনজঙ্ঘা’। সামনে এসেছে ছবির পোস্টার।
ছবির পোস্টার শেয়ার করে নস্ট্যালজিক বার্তা দিয়েছেন পরিচালক। স্মৃতিচারণায় তুলে ধরেছেন তাঁদের যৌথ পরিবারের কথা। মামা-মামী, দাদু-দিদা, ভাই-বোনদের নিয়ে ভরা সংসারে পাঁচিল ওঠার কথা। তিনি লিখেছেন, “জীবনে সব আলাদা হওয়া, পাঁচিল তোলার বিরুদ্ধে সোচ্চার হতেই তাঁর পরবর্তী ছবি আবার কাঞ্চনজঙ্ঘা। জীবনের না ঘটা অথচ ভীষণভাবে ঘটতে চাওয়া মিরাকেলের গল্প বলবে এই ছবিটি।”
সত্যজিৎ রায়ের ‘কাঞ্চনজঙ্ঘা’র রিমেক বা সিক্যুয়েল নয় এই ছবি। সম্পূর্ণ মৌলিক গল্প নিয়েই তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। অভিনয় করছেন একঝাঁক তারকা। অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee), কৌশিক সেন (Kaushik Sen), শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee), রাহুল বন্দ্যোপাধ্যায়, বিদিপ্তা চক্রবর্তী, তনুশ্রী, গৌরব চক্রবর্তী, প্রিয়াঙ্কা রতি পাল, সোহিনী গুহ রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, দেবশ্রী গঙ্গোপাধ্যায়-সহ আরও অনেকে। উল্লেখ্য, এই ছবির মাধ্যমেই জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি দেবশ্রীর টলিউডে অভিষেক ঘটছে।
[আরও পড়ুন: আসছে ‘ধুম ৪’, কোন চরিত্রে দীপিকা পাডুকোন? জেনে নিন]