সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিসেবের বাইরে ওঁদের জীবন৷ দেশের জন্য কেবল প্রাণ নয় নিজেকেও বিকিয়ে দেন৷ কিন্তু ক’জন জানতে পারেন ওঁদের এই আত্মত্যাগের কথা? জানার কথাও নয়৷ সম্মান, গৌরবের কথা না ভেবেই চুপিসাড়ে নিজের কাজটি করে দিয়ে যান দেশের ওই সেনানীরা৷ আর কখনও তেরঙ্গার দিকে তাকিয়ে মনে মনে একটু হেসে নেন, নিজের কৃতিত্বের কথা ভেবে৷ সাধারণের অগোচরে থাকা এমনই এক গুপ্তচরের কাহিনি তুলে ধরলেন পরিচালক মেঘনা গুলজার৷ হরিন্দের সিক্কার উপন্যাস ‘কলিং সেহমত’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করলেন ‘রাজি’৷ আর সাধারণ মেয়ে থেকে তুখড় গুপ্তচরের হওয়ার এই সফরে চমকে দিলেন আলিয়া ভাট৷
[বোরখা পরেই রুক্মিণীর বিন্দাস নাচ, প্রকাশ্যে আনলেন স্বয়ং দেব]
প্রেক্ষাপট ১৯৭১ সালে৷ ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের আবহ৷ সেই সময় পাকিস্তানি সেনা অফিসার (ভিকি কৌশল) ইকবালের সঙ্গে বিয়ে হয় সেহমতের৷ তবে কেবল সামাজিক বন্ধন ছিল না এ বিয়ে৷ ছিল চরবৃত্তির অন্যতম হাতিয়ার৷ পাক-অফিসারের স্ত্রী সেজে দিনের পর দিন ভারতীয় সেনাকে তথ্য সরবরাহ করতে থাকে সেহমত৷ সাধারণ ভারতীয় থেকে পোক্ত গুপ্তচর হয়ে ওঠার প্রত্যেকটি স্তর সুন্দরভাবে তুলে ধরেছেন গুলজার-কন্যা৷
[অনুশোচনার ছিটেফোঁটা নেই, জেল থেকে বেরিয়েই পার্টিতে মজলেন সলমন]
আলিয়ার অভিনয় সত্যিই প্রশংসনীয়৷ ট্রেলারেই স্পষ্ট এ ছবি কেন প্রযোজনা করতে আগ্রহী ছিলেন করণ জোহর৷ লম্বা রেসের ঘোড়া ভিকি কৌশল৷ ইন্ডাস্ট্রিতে মেপে পা ফেলে কেমনভাবে চলতে হয়, তা ভাল করেই জানেন তরুণ অভিনেতা৷ বহুদিন বাদে বড়পর্দায় গুরুত্বপূর্ণ চরিত্রে রজিত কাপুর নজর কেড়েছেন৷ ছবিতে আলিয়ার মা সোনি রাজদানকেও দেখা যাবে৷ সম্ভবত ‘রাজি’ই প্রথম ছবি যাতে মা ও মেয়ে একসঙ্গে কাজ করছে৷ মে মাসে ১১ তারিখ মুক্তি পাবে৷ পর্দায় অন্যরকম কাহিনি তুলে ধরবে মেঘনার এই কাহিনি৷ সামান্য ঝলকেই সে আভাস দিয়ে রাখলেন পরিচালক৷
[‘এ ছবি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভিত নাড়িয়ে দেবে’]
The post ‘রাজি’র ট্রেলারে চমকে দিলেন গুপ্তচর আলিয়া appeared first on Sangbad Pratidin.