shono
Advertisement

শক্তির আরাধনা করেই ভোট প্রচারের শুরু রচনার, ১০৮ জবার মালায় ডাকাত কালীকে পুজো

ভোট প্রচারের শুরুতেই চমক 'দিদি নম্বর ওয়ান'-এর।
Posted: 05:52 PM Mar 16, 2024Updated: 05:52 PM Mar 16, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতির ময়দানে নবাগতা হলেও কথাবার্তায় কিংবা বডি ল্যাঙ্গুয়েজ, কোনও অংশে যে একজন নেত্রীর তুলনায় কম নয়, সেটা ভোট প্রচারের পয়লা দিনের মাঠেই বুঝিয়ে দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। প্রচারের ময়দানে কোনও ফাঁক রাখতে চান না বাংলার ‘দিদি নম্বর ওয়ান’। আর শুরুটাও করলেন আধ্যাত্মিকভাবেই।

Advertisement

সিঙ্গুর, যা কিনা বাংলার রাজনীতির ইতিহাসে গুরুত্বপূর্ণ এক অধ্যায় তৃণমূল কংগ্রেসের জন্য, ঠিক সেই জায়গা থেকেই লোকসভা ভোটের প্রচার শুরু করলেন রচনা। শনিবার পয়লা দিনে প্রচারের আগে সিঙ্গুরের বিখ্যাত ডাকাত কালীর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন অভিনেত্রী সঞ্চালিকা। শক্তির আরাধনা করেই লোকসভার প্রচার শুরু করলেন রচনা। এদিকে তৃণমূলের তারকা প্রার্থীকে দেখতে মন্দির চত্বরে ভিড় একেবারে উপচে পড়েছিল।

[আরও পড়ুন: রক্ততিলক, রুদ্রাক্ষ, গেরুয়া বসনে প্রসেনজিৎ! ‘জয় ভৈরবী’ ধ্বনিতে চমক ‘ভবানী পাঠকে’র]

অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানাতে স্থানীয়দের বন্দোবস্তও ছিল তাক লাগানোর মতো। শঙ্খ বাজিয়ে, উলু ধ্বনি দিয়ে তারকা প্রার্থীকে আমন্ত্রণ জানান তাঁরা। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে ভক্তিভরে ডাকাত কালীর পুজো দিলেন রচনা। মা-কে ১০৮ জবার মালা, মিষ্টি, নারকেল, সিঁদুর, তাঁতের শাড়ি অর্পণ করলেন ডাকাত কালীর কাছে। নিজে হাতে আরতিও করেন তারকা প্রার্থী। প্রচারের ময়দানে প্রথম দিনেই যে চমক দিলেন ‘দিদি নম্বর ওয়ান’, তা বলাই বাহুল্য।

[আরও পড়ুন: সাত পাকে বাঁধা পড়লেন পুলকিত-কৃতী, বিয়ের প্রথম ছবি প্রকাশ্যে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement