সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবেমাত্র প্রার্থী হয়েছেন। সেভাবে প্রচারও সেরে উঠতে পারেননি। কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যেই যেন রায়বরেলির মন জিতে নিয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। একটি সেলুনে গিয়ে চুল-দাড়ি কেটেছিলেন। তার পর থেকেই সেই দোকানে ভিড় জমাচ্ছেন রায়বরেলির আমজনতা।
কেরলের ওয়ানড়ের পাশাপাশি উত্তরপ্রদেশের রায়বরেলি (Raebareli) থেকেও ভোটের ময়দানে নেমেছেন রাহুল গান্ধী। দিনরাত রায়বরেলিতে প্রচারে ব্যস্ত তিনি। তার মধ্যেই সোমবার আচমকা একটি সেলুনে হাজির হন কংগ্রেস সাংসদ। আমজনতার মতোই সেলুনে বসে চুল-দাড়ি কাটেন। দোকানের কর্মীদের সঙ্গে টুকটাক কথাও বলেন। সেই ছবি শেয়ার করা হয় কংগ্রেসের এক্স হ্যান্ডেলে।
[আরও পড়ুন: প্রেমের প্রস্তাব প্রত্যাখান, ঘুমের মধ্যেই তরুণীকে কোপালেন যুবক!]
তার পর থেকেই সেলুনে বাড়ছে ভিড়। নিউ মুম্বা দেবী হেয়ার কাটিং সেলুনের মালিক মিঠুন কুমার বলছেন, "কোনওদিন ভাবিনি এত বড় নেতা আমার দোকানে আসবেন। কিন্তু উনি আসার পর থেকে আমার দোকানে কাস্টমার অনেক বেড়ে গিয়েছে। আগে যদি ১০ জন আসত এখন আসছে ১৫ জন।" দোকানের আরেক কর্মচারী আমন কুমার বলছেন, ওইদিনের পর থেকে অনেক বেশি ফোন করছেন কাস্টমাররা।
মিঠুন নিজেই রাহুলের দাড়ি কেটে দিয়েছিলেন। কাজের ফাঁকেই কংগ্রেস প্রার্থীর সঙ্গে তাঁর দিব্যি আড্ডা জমেছিল। কেমন আয় হয়, কীভাবে দোকান চলে- মিঠুনকে এমন অনেক প্রশ্ন করেছিলেন রাহুল। কংগ্রেস নেতাকে সামনে পেয়ে মিঠুন বলেন, অগ্নিবীর প্রকল্প বন্ধ করে দেওয়া উচিত। রাহুল আশ্বাস দেন, কংগ্রেস সরকার গড়লেই বন্ধ হবে অগ্নিবীর প্রকল্প। আপাতত নিজের দোকানে বেশি কাস্টমার সামলাতেই ব্যস্ত মিঠুন। জানালেন, নির্বাচন (Lok Sabha 2024) নিয়ে সেভাবে কথা হয়নি রাহুলের সঙ্গে। কংগ্রেস প্রার্থী বলেছেন, নিজের পছন্দের দলকেই ভোট দেওয়া উচিত।