shono
Advertisement
Rahool Mukherjee

'শাপমোচন' রাহুল মুখোপাধ্যায়ের, উঠল নিষেধাজ্ঞা, ফিরলেন পরিচালকের আসনে

নিষেধাজ্ঞা উঠল রাহুলের উপর থেকে।
Published By: Sandipta BhanjaPosted: 03:10 PM Jul 26, 2024Updated: 03:59 PM Jul 26, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের (Rahool Mukherjee) কর্মবিরতির নির্দেশ নিয়ে গত কয়েক দিন ধরেই তোলপাড় স্টুডিওপাড়া। শেষমেষ শাপমোচন রাহুল মুখোপাধ্যায়ের। ২৫ জুলাই, বৃহস্পতিবার ডিরেক্টর্স গিল্ডের বৈঠকের পরই ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার তরফে নতুন সিদ্ধান্ত নেওয়া হল। রাহুল মুখোপাধ্যায়ের উপর থেকে তিন মাসের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানালেন তাঁরা। আবারও পরিচালকের আসনে ফিরলেন 'কিশমিশ', 'দিলখুশ' খ্যাত রাহুল ।

Advertisement

ঠিক কী ঘটেছিল? নিয়ম বিরুদ্ধভাবে শুটিং করার অভিযোগে পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে তিন মাসের কর্মবিরতির নির্দেশ দিয়েছিল ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া (FCTWEI)। যা শুরু হয়েছিল ২০ জুলাই অর্থাৎ শনিবার থেকে। শেষ হত আগামী ১৯ অক্টোবর। যে নিষেধাজ্ঞার জেরে, এসভিএফ প্রযোজনা সংস্থা পড়েছিল মহাফাঁপড়ে! কারণ প্রসেনজিৎ-অনির্বাণকে নিয়ে তাঁদের পুজোর ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন রাহুল। তবে সংগঠনের আপত্তির পর পরিচালকের আসন থেকে তাঁকে সরিয়ে কার্যনির্বাহী প্রযোজকের দায়িত্ব দেয় প্রযোজনা সংস্থা। সেই ইস্যুতেও আপত্তি তোলা হয়। এরপরই প্রতিবাদে উত্তাল হয় টলিউড। কমলেশ্বর মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, অঞ্জন দত্ত-সহ একাধিক পরিচালক এর বিরোধিতা করেন। এরপরই পরিচালক সংগঠনের তরফে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয় বৃহস্পতিবার। সেই মিটিংয়ে যদিও বিশেষ কোনও সুরাহা হয়নি। তবে শুক্রবার শাপমোচন ঘটল রাহুল মুখোপাধ্যায়ের।

[আরও পড়ুন: সেলেবদের বিয়ে ভাঙার খবরে উত্তাল টলিউড! নিন্দুকদের নিয়ে বিস্ফোরক শ্রীলেখা, কী বলছেন?]

ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, "বৃহস্পতিবার বৈঠকে নতুন তথ্য এবং প্রমাণের ভিত্তিতে আমাদের ধোঁয়াশা পরিষ্কার হয়। আমরা জানতে পেরেছি, প্রযোজক যেহেতু অন্য দেশের, তাই সেক্ষেত্রে তাঁরা কীভাবে নিজেদের দেশে কাজ করবেন, সেটার বিষয়ে আমাদের কিছু বলার থাকতে পারে না। তাই এই বিষয়ে রাহুল মুখোপাধ্যায়কে আমরা দোষ দিতে পারি না। সব শিল্পীরই নিজস্ব কাজের স্বাধীনতা থাকা উচিত বলেই আমাদের বিশ্বাস। সেটা দেশে হোক বা দেশের বাইরে। তাই আমাদের সম্মিলিত সিদ্ধান্ত রাহুল মুখোপাধ্যায় পরিচালক হিসেবে ফিরুন আবার। আমরা ওঁর পাশে রয়েছি। এবং ওঁর ভবিষ্যতের জন্য অসংখ্য শুভেচ্ছা।" অতঃপর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্যর পুজোর ছবি পরিচালনা করবেন কিনা রাহুল, সেই বিষয়ে এখনও পর্যন্ত এসভিএফের তরফে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। আশা করা যায়, নিষেধাজ্ঞা উঠলে তিনিই ফিরছেন পরিচালেকর আসনে।

বৃহস্পতিবার ডিরেক্টর্স গিল্ডের বৈঠকে জানানো হয়েছিল, "ছবি যেন বন্ধ না করা হয়। রাহুল পরিচালনা না করে অন্য কোনও পদে থাকলে আমাদের কোনও আপত্তি নেই। আমরা চাই ছবিটা সুষ্ঠভাবে সম্পন্ন হোক।" তার ২৪ ঘণ্টা যেতে না যেতেই ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার তরফে নতুন ঘোষণায় সম্মিলিতভাবে সমস্যার সুরাহা করা হল।

[আরও পড়ুন: সৃজিতের হাত ধরে বলিউডে ‘শার্লক হোমস’ অবতারে কেকে মেনন, প্রকাশ্যে ফার্স্ট লুক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের কর্মবিরতির নির্দেশ নিয়ে গত কয়েক দিন ধরেই তোলপাড় স্টুডিওপাড়া।
  • শেষমেষ শাপমোচন রাহুল মুখোপাধ্যায়ের।
  • রাহুল মুখোপাধ্যায়ের উপর থেকে তিন মাসের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানালেন তাঁরা।
Advertisement