সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তখনও বলিউডের নামজাদা অনিভেত্রী হননি তিনি৷ তখনও টেস্ট নেতা বিরাট কোহলির সঙ্গে সম্পর্কে জড়াননি৷ তখনও একডাকে তাঁকে কেউ চিনতেন না৷ কিন্তু সেই সময়ও ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড়কে চমকে দিয়েছিলেন অনুষ্কা শর্মা৷
অনুষ্কার ছাত্রজীবনের কথা৷ ভাই কর্নেশ শর্মা তখন ব্যাঙ্গালুরুর অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলে খেলতেন৷ ভাইয়ের সঙ্গে অনুষ্কা একবার পৌঁছে গিয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামে৷ কারণ একটাই৷ রাহুল দ্রাবিড়কে একবার চোখের দেখা দেখতে চান তাঁর বড় ভক্ত কর্নেশ৷ মিস্টার ডিপেন্ডেবল ব্যাঙ্গালুরুতে এসেছিলেন শুটিংয়ের জন্য৷ রাহুলকে সামনে থেকে দেখে আনন্দে আপ্লুত হয়ে পড়েন কর্নেশ৷ তখন তো আর ফেভরিট তারকার সঙ্গে ফ্যানদের সেলফি তোলার হিড়িক পড়ত না৷ তাই দ্রাবিড়ের অটোগ্রাফ পাওয়ার জন্য ভিড় জমিয়েছিলেন তাঁর ভক্তরা৷ যাঁদের মধ্যে ছিলেন কর্নেশও৷ কিন্তু ভারতীয় ক্রিকেটারকে অটোগ্রাফ দেওয়ার কথা বলতে লজ্জা পাচ্ছিলেন কর্নেশ৷ তাই কনভেন্ট স্কুলে পড়া স্মার্ট দিদিই মুশকিল আসান করে দিল ভাইয়ের৷ কর্নেশের হাত থেকে খাতা আর পেন নিয়ে দ্রাবিড়ের দিকে এগিয়ে যান অনুষ্কা৷ বাকি ভক্তদের মতো অনুষ্কার খাতাতেও নিজের মূল্যবান সইটি করেন ভারতীয় ক্রিকেটের দ্য ওয়াল৷ কিন্তু তারপরই অনুষ্কার কথায় দ্রাবিড়কে যে এমন লজ্জায় পড়তে হবে, তা তিনি একেবারেই প্রত্যাশা করেননি৷
সম্প্রতি একটি টিভি শোয়ে ইন্টারভিউ দেওয়ার সময় বলিডিভা অনুষ্কা জানান, অটোগ্রাফ পাওয়ার পরও অনুষ্কাকে অপেক্ষা করতে হয়েছিল৷ কারণ অনুষ্কার দেওয়া পেন দিয়েই বাকি ভক্তদের অটোগ্রাফ দিচ্ছিলেন রাহুল৷ অনুষ্কা হঠাৎই রাহুলের কাছ থেকে নিজের পেনটি চেয়ে বসেন৷ আর এতেই রীতিমতো লজ্জায় পড়ে যান ভারতীয় ব্যাটসম্যান৷ অনুষ্কা বলেন, কোনও ক্রিকেটারকে এত লজ্জা পেতে তিনি আগে দেখেননি৷ রাহুলের সঙ্গে সেই স্মৃতির কথা মনে পড়লে ঠোঁটের কোণে হাসি ফোটে অনুষ্কার৷
The post অনুষ্কার কোন কথায় লজ্জা পেলেন দ্রাবিড়? appeared first on Sangbad Pratidin.