সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টিতে দ্বিতীয় বিশ্বজয়ের পর আটচল্লিশ ঘণ্টা হয়ে গেল। কিন্তু এখনও দেশে ফেরা হল না বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেটারদের। আসলে বার্বাডোজে আছড়ে পড়েছে ভয়ঙ্কর হারিকেন ‘বেরিল’। দেশে ফেরার ফ্লাইট ধরা দূরস্থান, ভারতীয় ক্রিকেটারদের হোটেলের ঘর থেকে বেরনোর পর্যন্ত অনুমতি নেই। প্রাথমিক ভাবে ঠিক ছিল, সোমবার দেশে ফেরার ফ্লাইট ধরবে ভারত। কিন্তু প্রকৃতির রোষে সেই সমস্ত পরিকল্পনা বাতিল করে দিতে হয়েছে। গোটা বার্বাডোজ জুড়ে ‘লাল সতর্কতা’ জারি হয়ে গিয়েছে। এয়ারপোর্ট বন্ধ। জনা কয়েক ভারতীয় ক্রিকেটারের পরিবারবর্গ এই মুহূর্তে বার্বাডোজে থাকলেও, অনেকেরই নেই। যে সমস্ত ক্রিকেটারের পরিবারবর্গ সঙ্গে নেই, তাঁরা গভীর চিন্তায় পড়ে গিয়েছেন বলে খবর। শোনা গেল, বোর্ড সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে, প্লেয়ারদের হারিকেন আক্রান্ত বার্বাডোজ থেকে বের করার। প্লেয়ারদের ‘এয়ারলিফট’ করা যায় কি না, সেই ভাবনাও পুরোদমে চলছে।
[আরও পড়ুন: নয়া মরশুমের আগে চমক, মোহনবাগানে এ লিগের ডিফেন্ডার টম অলড্রেড]
তবে দুর্যোগজনিত বিড়ম্বনায় টিমকে পড়তে হলেও বিশ্বজয়কে ঘিরে রোম্যান্সে কোনও ঘাটতি পড়ছে না। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরই একযোগে সংক্ষিপ্ততম ফর্ম্যাট থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা। কোচ রাহুল দ্রাবিড়, তাঁরও ভারতীয় দলের কোচ হিসেবে মেয়াদ ফুরিয়ে গেল। কিন্তু দায়িত্ব ছেড়ে চলে যাওয়ার পূর্বে বিরাট কোহলির (Virat Kohli) সামনে নতুন এক চাঁদমারি রেখে যাচ্ছেন তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ! এ দিন ভারতীয় টিমের পক্ষ থেকে একটা ভিডিও পেশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, প্রাক্তন ভারত অধিনায়ককে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের বার্তা দিচ্ছেন দ্রাবিড়। বলছেন, ‘‘সাদা বলের সমস্ত টুর্নামেন্ট তুমি জিতেছো। লাল বলেরটা শুধু বাকি। যাও, এবার সেটা জেতো।’’
সাদা বলের সমস্ত টুর্নামেন্ট বলতে, ওয়ান ডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিকে বোঝাতে চেয়েছেন দ্রাবিড় (Rahul Dravid)। ক্রিকেটার হিসেবে তিনটি ট্রফি পেয়েছেন কোহলি। পাননি শুধু টেস্টে বিশ্বসেরার শিরোপা। একবার নিউজিল্যান্ড, আর একবার অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে উঠেও হারতে হয়েছে কোহলিকে। উৎসব চলছে সূর্যকুমার যাদবকে নিয়েও। বিশ্বকাপ ফাইনালের শেষ ওভারে যাঁর দুর্ধর্ষ ক্যাচ ফিরিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা ব্যাটার ডেভিড মিলারকে। ভারতকে যা জিতিয়েও দেয় শেষ পর্যন্ত। সূর্য যা এখনও বিশ্বাস করে উঠতে পারছেন না। বলেছেন, ‘‘আমার এখনও অসাড় লাগছে। জানি না কী বলব?’’ তবে কোনও কোনও মিডিয়ায় সূর্য বলেছেন যে, তাঁর মনে হয়েছিল বিশ্বকাপটাই বাউন্ডারি লাইনের বাইরে চলে যাচ্ছিল! যে কোনও মূল্যে তিনি সেটাকে ধরতে চেয়েছিলেন!