shono
Advertisement

২২ গজের যুদ্ধে শেহওয়াগ বনাম দ্রাবিড়! রাহুলের ছেলের বিরুদ্ধে ব্যাটে বাজিমাত বীরুপুত্রের

জমে উঠেছে ব্যাট-বলের লড়াই।
Posted: 10:25 AM Dec 12, 2023Updated: 04:55 PM Dec 12, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওঁরা দুজন দীর্ঘদিন একসঙ্গে ভারতীয় দলে খেলেছেন। ২০০৬ সালে পাকিস্তানের বিরুদ্ধে লাহোরে ওপেনিং জুটিতে ৪১০ রান তুলে নজির গড়েছিলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ও বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag)। তবে এবার টিম ইন্ডিয়ার (Team India) দুই কিংবদন্তির সন্তান একে অপরের বিরুদ্ধে বাইশ গজের যুদ্ধে মুখোমুখি হয়েছে।

Advertisement

এই মুহূর্তে অনূর্ধ্ব-১৬ বিজয় মার্চেন্ট ট্রফিতে (Vijay Merchant Trophy U16 Trophy) কর্নাটকের (Karnataka) বিরুদ্ধে খেলছে দিল্লি (Delhi)। কর্নাটকের হয়ে খেলছেন রাহুলের ছোট ছেলে অন্যয় দ্রাবিড় (Anvay Dravid)। এদিকে দিল্লির প্রতিনিধিত্ব করছেন আর্যবীর শেহওয়াগ (Aryavir Sehwag)। ওপেন করতে নেমে অর্ধশতরান করে ফেলেছে বীরুপুত্র।

[আরও পড়ুন: ক্রোড়পতি লিগের নিলামে বাংলার কতজন ক্রিকেটার? কাদের দিকে থাকবে নজর?]

এদিকে আর্যবীর রান পেলেও খালি হাতে ফিরতে হয় অন্যয়কে। শচীন তেণ্ডুলকরের (Sachin Tendulkar) ছেলে অর্জুন ইতিমধ্যেই আইপিএলে নাম লিখিয়ে ফেলেছেন। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নেমেছিলেন শচীন তনয়। এদিকে টিম ইন্ডিয়ার হেড কোচের বড় ছেলে সমিত অনূর্ধ্ব-১৯ কর্নাটকের হয়ে কোচবিহার ট্রফিতে খেলেছে।

[আরও পড়ুন: আইপিএলের নিলামে উঠছেন কতজন ক্রিকেটার? বিশ্বজয়ী প্যাট কামিন্স, ট্রাভিস হেডের বেস প্রাইস কত?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement