সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরে টিম ইন্ডিয়ার দায়িত্ব ছাড়েন রাহুল দ্রাবিড়। আজ থেকে শ্রীলঙ্কায় নতুন ইনিংস শুরু হচ্ছে নব্য কোচ গৌতম গম্ভীরের। তার আগে গৌতম গম্ভীরকে শুভেচ্ছা জানালেন ভারতীয় ক্রিকেটের দ্য ওয়াল।
বিসিসিআই-এর পোস্ট করা এক ভিডিওয় কোচের ব্যাটন দ্রাবিড় যেন নিজেই তুলে দিলেন গম্ভীরের হাতে। সেই ভিডিও পোস্টে রাহুল দ্রাবিড় বলেছেন, ''হ্যালো গৌতম, ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে বিশ্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ কাজে স্বাগতম। ভারতীয় দলের সঙ্গে কাজ শেষ করেছি তিন সপ্তাহ হয়ে গেল। বার্বাডোজ এবং তার দিনকয়েক পরে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যা ঘটে তা আমার স্বপ্নের অতীত ছিল। অন্যান্য সব কিছুর চেয়ে স্কোয়াডের সঙ্গে বন্ধুত্ব এবং স্মৃতি চিরকাল মনে থাকবে। তুমি জাতীয় দলের কোচ হয়েছ। তোমাকে শুভেচ্ছা জানাই। আমি আশা রাখি, তিনটি ফরম্যাটেই তোমার হাতে ফিট ক্রিকেটার থাকবে। আশা রাখি ভাগ্য তোমার সহায় হবে। আমরা কোচরা সামান্য ভাগ্যের সহায়তা চাই।''
[আরও পড়ুন: প্যারিসে জমকালো উদ্বোধন অলিম্পিকের, শ্যেন নদীর উপর তেরঙ্গা হাতে ভারতীয় অ্যাথলিটরা]
সতীর্থ হিসেবে গম্ভীরকে খুব সামনে থেকে দেখেছেন দ্রাবিড়। 'দ্য ওয়াল'কে বলতে শোনা গিয়েছে, ''সতীর্থ হিসেবে তোমাকে খুব কাছ থেকে দেখেছি। মাঠে নেমে তুমি সব দিয়েছো। অন্য প্রান্তে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখেছি তোমার লড়াকু মানসিকতা। বহুবার দেখেছি তুমি আত্মসমর্পণ করতে অস্বীকার করেছ।''
দ্রাবিড় যুগ শেষ। ভারতীয় ক্রিকেটে শনিবার থেকে শুরু হচ্ছে গম্ভীর-অধ্যায়। তার আগে দ্রাবিড় শুভেচ্ছা জানালেন গম্ভীরকে।