shono
Advertisement

‘সূর্য, চন্দ্র আর সত্য বেশিদিন গোপন থাকে না’, এবার রাহুলের হাতিয়ার গৌতম বুদ্ধের বাণী

শনিবার লাদাখে গিয়ে বুদ্ধ'কে স্মরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। The post ‘সূর্য, চন্দ্র আর সত্য বেশিদিন গোপন থাকে না’, এবার রাহুলের হাতিয়ার গৌতম বুদ্ধের বাণী appeared first on Sangbad Pratidin.
Posted: 02:11 PM Jul 05, 2020Updated: 02:11 PM Jul 05, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় রাজনীতিতে হঠাৎ করে প্রাসঙ্গিক হয়ে উঠলেন গৌতম বুদ্ধ (Gautama Buddha)। রাম-রহিমের রাজনীতি ভুলে খানিক আচমকায় বুদ্ধের আদর্শের প্রচার শুরু করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিরোধী নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। একদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) লাদাখে বুদ্ধের ‘শরণে‘ গিয়েছিলেন। এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীও গৌতম বুদ্ধের বাণীকে হাতিয়ার করেই মোদিকে তোপ দাগলেন।

Advertisement

[আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ভোকাল টনিকে চাঙ্গা বায়ুসেনা, লাদাখের আকাশে চক্কর কাটছে সুখোই-অ্যাপাচে]

শনিবার লাদাখে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “২১ শতকে একাধিক চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে বিশ্ব। সেই সমস্ত চ্যালেঞ্জের স্থায়ী মোকাবিলা করতে ভরসা বুদ্ধের দেখানো পথ।” রবিবার গুরু পূর্ণিমা (Guru Purnima) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানাতে গিয়ে সেই বুদ্ধের ভাষাতেই মোদিকে বিঁধলেন রাহুল। প্রাক্তন কংগ্রেস সভাপতি বললেন, “চন্দ্র, সূর্য এবং সত্য। এই তিনটি জিনিস কখনও লুকিয়ে রাখা সম্ভব নয়।” আসলে লাদাখ ইস্যুতে শুরু থেকেই সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করে চলেছেন রাহুল। তাঁকে বলতে শোনা গিয়েছে, “চিন সীমান্তের প্রকৃত পরিস্থিতির কথা দেশবাসীর কাছে গোপন করছে সরকার। চিন ভারতের জমি দখল করে বসে আছে, অথচ প্রধানমন্ত্রী তা স্বীকার করার সাহস দেখাচ্ছেন না।” রবিবার গুরু পূর্ণিমা উপলক্ষে রাহুল যে ‘সত্য’ গোপনের অভিযোগ করলেন, সেটাও যে লাদাখ নিয়ে মোদিকে কটাক্ষ, তা বুঝতে রাজনৈতিক বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না।

[আরও পড়ুন: ‘ভোট নয়, মানুষের জন্য কাজ করেন বিজেপি কর্মীরা’, বললেন মোদি]

রাজনৈতিক মহল বলছে, আসলে লাদাখের বাসিন্দাদের একটা বড় অংশ বৌদ্ধ ধর্মাবলম্বী। চিনের বিরুদ্ধে যুদ্ধের আবহে তাই লাদাখবাসীকে কাছে টানতেই সেখানে গিয়ে বুদ্ধের মন্তব্যকে হাতিয়ার করেছিলেন মোদি। ঠিক একই উদ্দেশ্যে রাহুলও গুরু পূর্ণিমায় বুদ্ধদেবের মন্তব্যকে ব্যবহার করলেন। মোদি অবশ্য গুরু পূর্ণিমার দিন কোনও রাজনৈতিক জটিলতায় জাননি। তিনি খুব সহজ ভাষায়, নিজের এবং দেশের সব গুরুদের শুভেচ্ছা জানিয়েছেন।

The post ‘সূর্য, চন্দ্র আর সত্য বেশিদিন গোপন থাকে না’, এবার রাহুলের হাতিয়ার গৌতম বুদ্ধের বাণী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement