সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ন্যশনাল টেস্টিং এজেন্সির অধীনে কোনও পরীক্ষাই কি স্বচ্ছ্বভাবে হচ্ছে না? নিট-পিজিরও কি প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছিল? আচমকা পরীক্ষা স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও উঠছে নানা প্রশ্ন। খোঁচা আসছে বিরোধী শিবির থেকেও। রাহুল গান্ধীর অভিযোগ, মোদি জমানায় চিকিৎসাব্যবস্থা যে পুরোপুরি ভেঙে পড়েছে, এটা তারই উদাহরণ।
পরীক্ষা শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে নিট-পিজি তথা মেডিক্যালে স্নাতকোত্তর স্তরের প্রবেশিকা পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবারই নিট-পিজি হওয়ার কথা ছিল। অ্যাডমিট কার্ডও পেয়ে গিয়েছেন পরীক্ষার্থীরা। কিন্তু শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে ঘোষণা করা হয়, এনটিএর অধীনে একাধিক পরীক্ষা পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠছে। তাই সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে নিট পিজি পিছিয়ে দেওয়া হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রক জানায়, পুরো পরীক্ষা ব্যবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে পরে নতুন করে পরীক্ষার দিনক্ষণ জানানো হবে।
[আরও পড়ুন: ‘মমতার পালটা মুখই বাংলায় নেই’, আরএসএস মুখপত্রে বঙ্গ বিজেপির সমালোচনা]
স্বাস্থ্যমন্ত্রকের বিজ্ঞপ্তি প্রশ্নফাঁসের উল্লেখ না থাকলেও অনেকেই সন্দেহ করছেন, সম্ভবত নেট-পিজি প্রশ্নও ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা করছে কেন্দ্র। কারণ, নিট-পিজি পরীক্ষার আয়োজক সংস্থা দ্য ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেস শুক্রবারই একটি বিজ্ঞপ্তি দিয়ে সম্ভাব্য প্রশ্নফাঁস নিয়ে পড়ুয়াদের সতর্ক করে। সেখানে বলা হয়েছিল, সমাজমাধ্যমে কেউ বা কারা প্রশ্ন বিক্রি করার নামে পড়ুয়াদের বোকা বানাতে চাইছে। তাঁদের পাতা ফাঁদে যেন কেউ পা না দেন। তারা নিট-পিজির আগে রুটিনমাফিক নজরদারি চালিয়েছিল। সেখান থেকেই জানা গিয়েছে, কিছু মানুষ এই পরীক্ষার প্রশ্নের কথা বলে পড়ুয়াদের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করছেন। এখন প্রশ্ন হল, প্রশ্নফাঁসের আশঙ্কা না থাকলে কেন এই ধরনের বিজ্ঞপ্তি দেবে। ঘটনাচক্রে এই বিজ্ঞপ্তির একদিন পরই নিট-পিজি বাতিল করা হয়েছে।
[আরও পড়ুন: ভোটে হার তাতে কী! মালাবদল করলেন বারাসতের বিজেপির প্রার্থী স্বপন মজুমদার, পাত্রী বনগাঁরই]
যা নিয়ে আবার খোঁচা দিতে ছাড়েননি প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi)। এক্স হ্যান্ডেলে তিনি লিখছেন, "এবার নিট পিজিও স্থগিত। এটা নরেন্দ্র মোদির (Narendra Modi) সরকারের আমলে ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থার আরও একটা জ্বলন্ত উদাহরণ। বিজেপির রাজত্ব পড়ুয়ারা নিজেদের কেরিয়ার বানানোর জন্য পড়াশোনা করার সুযোগ পাচ্ছেন না, তাঁদের ভবিষ্যৎ বাঁচানোর জন্য লড়াই করতে হচ্ছে। এটা স্পষ্ট, সব বিষয়ে মুখে কুলুপ আঁটা মোদি এ ক্ষেত্রেও অসহায়।" রাহুলের তির, "মোদির অক্ষম সরকার পড়ুয়াদের ভবিষ্যৎ ধ্বংস করে দেবে। আমাদের সেটা বাঁচাতে হবে।"