shono
Advertisement

আদানি ইস্যুতে সংবাদপত্রের প্রতিবেদন তুলে প্রধানমন্ত্রীকে নিশানা, JPC’র দাবি রাহুল গান্ধীর

কেন তদন্ত নয়, কেন আড়াল করছেন প্রধানমন্ত্রী? প্রশ্ন কংগ্রেস সাংসদের।
Posted: 06:57 PM Aug 31, 2023Updated: 07:05 PM Aug 31, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদানিদের সাম্প্রতিকতম দুর্নীতি ইস্যুতে এবার প্রধানমন্ত্রী মোদিকে নিশানা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। বৃহস্পতিবার বিকেলে মুম্বইয়ে INDIA জোটের বৈঠকের ঠিক আগে সাংবাদিক বৈঠকে হাজির হন সোনিয়াপুত্র। হাতে সংবাদপত্র নিয়ে এই ঘটনা প্রধানমন্ত্রী মোদির (PM Modi)প্রতি ছুঁড়ে দিলেন প্রশ্ন। কেন এই ঘটনায় ইডি, সিবিআই তদন্ত হবে না? এরপরই তিনি যৌথ তদন্ত কমিটি (JPC) গঠনের দাবি তুললেন।

Advertisement

সাংবাদিক বৈঠকে দুটি বিদেশি সংবাদপত্র হাতে নিয়ে রাহুল গান্ধী দেখান আদানিদের নিয়ে দুর্নীতি সংক্রান্ত রিপোর্ট প্রকাশ্যে এসেছে। রিপোর্টে দাবি করা হয়েছে, গত কয়েক বছরে বেশ কয়েকটি অনথিভুক্ত সংস্থার সঙ্গে আদানি গোষ্ঠীর লেনদেন বেশ সন্দেহজনক। এর মধ্যে বহু লেনদেন নিয়মবিরুদ্ধ হতে পারে। মরিশাসের একাধিক সংস্থা নাকি আদানিদের শেয়ার সন্দেহজনকভাবে বিনিয়োগ করেছে। যার ফলে প্রভাবিত হয়েছে বাজার। এবং ওই সংস্থাগুলির পিছনে রয়েছে আদানিদের পরিবারেরই সদস্যের হাত। সন্দেহের তির গৌতম আদানির দাদা বিনোদ আদানির দিকে।

[আরও পড়ুন: বোনকে লাগাতার ধর্ষণ, রাখির দিনই অভিযুক্ত দাদাকে ২০ বছরের জেল, আক্ষেপ বিচারপতির]

এনিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। আর তাঁর নিশানায় প্রধানমন্ত্রী। এত বড় দুর্নীতি সত্ত্বেও কেন আদানিকে আড়াল করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? কেন এ বিষয়ে তিনি নীরব? আদানিদের সংস্থার কর্মকাণ্ডের ছাড়পত্র দিয়েছে সেবি (SEBI)। সেই সেবির কর্তা এখন আদানি সংস্থার ডিরেক্টর, এই তথ্য দিয়ে তাঁর প্রশ্ন, কেন তদন্ত করছে না সরকার? ভারত থেকে এই যে কয়েকশো কোটি ডলার বিদেশে পাচার হয়েছে, সেই টাকা কার? প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা। এই দুর্নীতিতে চ্যাং চুং লি নামে এক চিনা নাগরিকও যুক্ত বলে রাহুলের দাবি।

[আরও পড়ুন: হঠাৎই সংসদে বিশেষ অধিবেশনের ডাক কেন্দ্রের, জল্পনা তুঙ্গে]

বৃহস্পতিবার মুম্বইতে INDIA জোটের বৈঠক। শরদ পওয়ারের ডাকা নৈশভোজে হাজির থাকার কথা বিরোধী দলের নেতাদের। সেখানে পরস্পরের মধ্যে একটা প্রাথমিক আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। তার ঠিক আগেই রাহুল গান্ধীর এই সাংবাদিক বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement