shono
Advertisement
Rahul Gandhi

'ঘৃণার মধ্যেও ভালোবাসাকেই বেছে নিয়েছ', জন্মদিনে শুভেচ্ছাবার্তায় ভাসছেন রাহুল

বুধবার ৫৪তম জন্মদিন পালন করেন রাহুল গান্ধী।
Published By: Anwesha AdhikaryPosted: 04:17 PM Jun 19, 2024Updated: 05:28 PM Jun 19, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫৪ বছরে পা দিলেন রাহুল গান্ধী। তবে লোকসভা নির্বাচনে কংগ্রেসের সাফল্যের পরে ধুমধাম করে নয়, সামান্য আয়োজনেই জন্মদিন পালন করলে তিনি। কেবল কংগ্রেস নেতা নয়, ইন্ডিয়া জোটের অন্যান্য নেতারাও রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। জন্মদিনে দাদাকে মিষ্টি শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধীও।

Advertisement

বুধবার নিজের জন্মদিনটা দলীয় দপ্তরেই পালন করেন রায়বরেলির সাংসদ। সকালে কংগ্রেসের দপ্তরে পৌঁছতেই রাহুলকে (Rahul Gandhi) ফুল দিয়ে স্বাগত জানান দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সেখানে রাখা কেক কেটে বর্ষীয়ান নেতাকেই প্রথম খাইয়ে দেন রাহুল। সেলিব্রেশনে হাজির ছিলেন প্রিয়াঙ্কাও। তিনিও কেক খাইয়ে দেন দাদাকে। জন্মদিনে প্রিয় নেতার জন্য উপহার এনেছিলেন কংগ্রেস (Congress) কর্মীরাও।

[আরও পড়ুন: কেজরির বিরুদ্ধে ১০০ কোটির দুর্নীতির প্রমাণ আছে, দাবি ইডির, বাড়ল হেফাজতের মেয়াদ

ছিমছামভাবে জন্মদিন পালন করলেও এদিন একাধিক নেতা শুভেচ্ছা জানান রাহুলকে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে খাড়গে বলেন, "ভারতীয় সংবিধানের আদর্শের প্রতি তোমার দায়বদ্ধতা আছে। অবহেলিতদের কণ্ঠস্বর হয়ে উঠেছ। এই গুণগুলোই তোমাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে।" দাদার জন্য বোন প্রিয়াঙ্কা লেখেন, "আমার মিষ্টি দাদা, জীবনের প্রতি তোমার অভিনব দর্শনই সবকিছু আরও উজ্জ্বল করে তোলে।"

কেবল কংগ্রেস নয়, ইন্ডিয়া জোটের অন্যান্য নেতারাও শুভেচ্ছা জানিয়েছেন রাহুলকে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এক্স হ্যান্ডেলে লেখেন, "মানুষের প্রতি তোমার দায়বদ্ধতাই অনেক এগিয়ে নিয়ে যাবে তোমাকে।" সমাজবাদী পার্টির নেতা, সাংসদ অখিলেশ যাদবও শুভেচ্ছা জানান। কংগ্রেসের তরফে বলা হয়, "যখন তোমাকে ঘৃণা করা হয়েছিল তখনও তুমি ভালোবাসার পথ বেছে নিয়েছিলে।" তবে রাহুলের জন্মদিনের সেলিব্রেশনে ছিলেন না সোনিয়া গান্ধী।

[আরও পড়ুন: রামমন্দিরে চলল গুলি! মৃত SSF জাওয়ান, অযোধ্যায় ব্যাপক আতঙ্ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বুধবার নিজের জন্মদিনটা দলীয় দপ্তরেই পালন করেন রায়বরেলির সাংসদ।
  • এদিন একাধিক নেতা শুভেচ্ছা জানান রাহুলকে।
  • কেবল কংগ্রেস নয়, ইন্ডিয়া জোটের অন্যান্য নেতারাও শুভেচ্ছা জানিয়েছেন রাহুলকে।
Advertisement