সোমনাথ রায়, নয়াদিল্লি: ইন্ডিয়া (INDIA) জোটের শরিক বামেদের তরফে আপত্তি এসেছিল। সেই আপত্তি উড়িয়ে দিয়ে কেরলের ওয়ানড় কেন্দ্র থেকেই লোকসভা নির্বাচনে(Lok Sabha 2024) প্রার্থী হচ্ছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi)। লক্ষ্মীবারের সন্ধ্যায় ২৪, আকবর রোডে ১০ রাজ্যের ৬০টি আসনের প্রার্থী তালিকায় সিলমোহর দিল কংগ্রেসের নির্বাচনী কমিটি। সেই ৬০ জনের তালিকায় নাম রয়েছে রাহুল গান্ধীরও।
তাহলে কি রাহুল শুধুই ওয়ানড় থেকেই দাঁড়াবেন? নাকি আমেঠি থেকেও আরও একবার নিজের ভাগ্য পরীক্ষা করবেন? সে সাসপেন্স অবশ্য এখনও কাটেনি। কারণ বৃহস্পতিবার উত্তরপ্রদেশের প্রার্থী তালিকা নিয়ে কোনওরকম আলোচনা হয়নি কংগ্রেসের নির্বাচনী কমিটির (Congress CEC) বৈঠকে। এদিন আলোচনা হয়েছে মূলত কেরল, কর্নাটক, তেলেঙ্গানা, ছত্তিশগড় এবং দিল্লি নিয়ে। এই দফায় মোট ৬০টি নামে সিলমোহর পড়েছে। তবে দিল্লির যে ৩ আসনে কংগ্রেস লড়বে সেই ৩ আসনের তালিকা দিন চূড়ান্ত হয়নি। কারণ ওই আসনগুলির জন্য ৩টি করে প্রার্থীর নাম পাঠিয়েছিল প্রদেশ কমিটি। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি।
[আরও পড়ুন: পদ্মে এবার গান্ধী ‘কাঁটা’? বিজেপি টিকিট দেবে বরুণকে? তুঙ্গে জল্পনা]
কংগ্রেস ঠিক করেছে, কেরলের সব বিদায়ী সাংসদকেই ফের টিকিট দেওয়া হবে। যার অর্থ ওয়ানড়ে রাহুল এবং তিরুঅনন্তপুরমে শশী থারুরই প্রার্থী হবেন। বামেদের তরফে রাহুলকে নিয়ে আপত্তি করা হয়েছিল। কিন্তু কংগ্রেস সূত্রের দাবি, কোনও কোনও রাজ্যে যে জোট হবে না, সেটা আগেই জানানো হয়েছিল। কেরলে কংগ্রেসের অন্য সাংসদরাও বামেদের বিরুদ্ধে লড়ছে। সুতরাং রাহুলের লড়াই করা নিয়ে আপত্তি থাকার কথা নয়।
[আরও পড়ুন: স্ত্রীকে ঘরের কাজ করতে বললেই ‘নিষ্ঠুর’ স্বামী? কী বলল দিল্লি হাই কোর্ট?]
এদিকে রাহুলের নাম ওয়ানড়ে চূড়ান্ত হয়ে যাওয়ায় আমেঠি থেকে তিনি দাঁড়াবেন কিনা তা নিয়ে ফের সংশয় তৈরি হয়েছে। আসলে আমেঠির সাংসদ স্মৃতি ইরানি রাহুলকে চ্যালেঞ্জ করেছেন, আগের বারের মতো দু জায়গায় না দাঁড়িয়ে শুধু আমেঠিতে প্রার্থী হন। কংগ্রেসের একটা অংশ মনে করছে, এরপর রাহুল দুই জায়গায় প্রার্থী হলে তাঁর ভাবমূর্তিই খারাপ হবে। যদিও কংগ্রেসেরই আরেকটা সূত্রের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও (Narendra Modi) দুটি কেন্দ্র থেকে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। তাহলে রাহুল দাঁড়ালে ক্ষতি কী? এসব আলোচনার মধ্যেই আমেঠি নিয়ে সাসপেন্স অব্যাহত। আগামী সোমবার ফের কংগ্রেসের নির্বাচনী কমিটির বৈঠক। সেদিনই ঠিক হয়ে যাবে ওই কেন্দ্রে কে কংগ্রেস প্রার্থী হবেন। প্রিয়াঙ্কা গান্ধীর ভবিষ্যৎও সেদিন নির্ধারিত হতে পারে।