shono
Advertisement

এবার বিহারের আদালতে মামলা দায়ের রাহুলের বিরুদ্ধে, আগামী মাসেই হাজিরার নির্দেশ

গত সপ্তাহেই সাংসদ পদ খুইয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।
Posted: 09:07 PM Mar 30, 2023Updated: 09:09 PM Mar 30, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও অস্বস্তিতে রাহুল গান্ধী (Rahul Gandhi)। এবার পাটনার (Patna) এক আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হল কংগ্রেস নেতাকে। ১২ এপ্রিল তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। ‘মোদি পদবি’ মন্তব্যের জেরে আগেই তাঁকে দোষী সাব্যস্ত করেছে সুরাট আদালত। এবার বিহারের বিশেষ আদালত ডেকে পাঠাল তাঁকে।

Advertisement

বিজেপি নেতা সুশীলকুমার মোদি রাহুলের নামে অভিযোগ দায়ের করার পরই সেই সূত্রে প্রাক্তন কংগ্রেস সভাপতিকে ডেকে পাঠাল পাটনার ওই আদালত। সপ্তাহখানেক আগে সাংসদ পদ খারিজ হয়ে গিয়েছে রাহুলের। এর মধ্যেই সমস্যা আরও বাড়ল তাঁর। আদালত ইতিমধ্যেই সুশীল মোদি, বাঁকিপুরের প্রাক্তন বিধায়ক-মন্ত্রী নীতিন নবীন-সহ আরও অনেকেরই বক্তব্য রেকর্ড করেছে।

[আরও পড়ুন: রামনবমীতে রাজনৈতিক সম্প্রীতি, বীরভূমে এক মিছিলে হাঁটল তৃণমূল-বিজেপি নেতৃত্ব]

উল্লেখ্য, ২০১৯ সালের ভোটের প্রচার চলাকালীন তৎকালীন কংগ্রেস (Congress) সভাপতি কর্ণাটকের কোলারের এক সভায় ছড়া কেটে বলেছিলেন, “নীরব মোদি, ললিত মোদি, নরেন্দ্র মোদি। এদের প্রত্যেকের নামেই মোদি আছে কেন? সব চোরেদের নামেই মোদি কেন থাকে?” কংগ্রেস নেতার সেই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন একাধিক বিজেপি নেতা। চারবছর ধরে সেই মামলা চলার পর অবশেষে আদালত তাঁকে ২ বছরের জেলের সাজা শুনিয়েছে। এবার বিহারের আদালতে দায়ের হল নয়া মামলা।

[আরও পড়ুন: স্ত্রীকে দেখভালের দায়িত্ব স্বামীর, ভিক্ষে করে হলেও খোরপোশ দিতে হবে! জানাল আদালত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement