সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি আমজনতার নেতা। মানুষের ভিড়ে মিশে গিয়েই জনসংযোগে বিশ্বাসী। এভাবেই নিজেকে বারবার তুলে ধরতে চেয়েছেন রাহুল গান্ধী। এবারও তার ব্যতিক্রম হল না। সবজি বিক্রেতা ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করে একসঙ্গে বসে খাওয়াদাওয়া করলেন সোনিয়াপুত্র। বলে দিলেন, “আমাকে স্যর বলে ডাকবেন না।”
শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন ওয়ানড়ের কংগ্রেস সাংসদ (Rahul Gandhi)। সেখানেই দেখা যাচ্ছে, সবজি বিক্রেতা রামেশ্বরের সঙ্গে নিজের বাড়িতে বসেই মধ্যাহ্নভোজ করছেন তিনি। রাহুলের প্রশংসা করে কংগ্রেস নেতারা বলে দিচ্ছেন, এই দৃশ্যেই স্পষ্ট, মানুষে মানুষে ভেদাভেদ করেন না রাহুল গান্ধী। আমজনতার সঙ্গে প্রাণ খুলে মিশতে জানেন তিনি।
গত ১৪ আগস্ট রামেশ্বর এবং তাঁর পরিবারের সঙ্গে নিজের দিল্লির বাড়িতে দেখা করেন রাহুল। ভিডিওটি পোস্ট করে তিনি লেখেন, “বর্তমানে যে সমস্ত বিষয় নিয়ে তর্ক-বিতর্ক চলছে, রামেশ্বরজির যন্ত্রণা, জীবনের চ্যালেঞ্জ তার থেকে অনেক আলাদা। তাঁদের লড়াই ও পরিশ্রমের কথা শোনা আমাদের নৈতিক কর্তব্য।” ভিডিওতে হাসি মুখে খাবার খেতে খেতে রাহুল সঙ্গে গল্প করতে দেখা যায় রামেশ্বরকে। সম্প্রতি টমেটোর মূল্য বৃদ্ধি পাওয়ায় কীভাবে সমস্যায় পড়েছেন, রাহুলকে সেসব কথা খুলে বলেছেন রামেশ্বর।
[আরও পড়ুন: লোকসভায় আমেঠি থেকেই লড়বেন রাহুল, জল্পনার মাঝে দাবি উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতির]
কর্ণাটক নির্বাচনী প্রচারে ডেলিভারি বয়ের বাইকে ঘুরে চমক দিয়েছিলেন রাহুল গান্ধী। আবার সাংসদ পদ খুইয়েও ট্রাকচালকদের অভাব অভিযোগ বুঝতে তিনি আম্বালায় রাতভর ট্রাকে চেপেই ঘুরেছিলেন। আবার কখনও গ্যারেজে ঢুকে মেকানিকের ভূমিকাতেও অবতীর্ণ হয়েছেন ওয়ানড়ের সাংসদ। এবার সবজি বিক্রেতার সঙ্গে সারলেন মধ্যাহ্নভোজ সারলেন তিনি। লোকসভা নির্বাচনের আগে এভাবেই সাধারণের ভিড়ে মিশে থেকেই মন জয় করতে চান রাহুল। এমনটাই ধারণা ওয়াকিবহাল মহলের।