সোমনাথ রায়, নয়াদিল্লি: কেন্দ্রের ‘এক দেশ এক নির্বাচনে’র পরিকল্পনার তীব্র বিরোধিতা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, ভারত আসলে রাজ্যের সমাহার। আর এই যুক্তরাজ্যে এক দেশ এক নির্বাচন যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত।
উল্লেখ্য, আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সংসদে বিশেষ অধিবেশনের (Parliament Special Session) ডাক দিয়েছে কেন্দ্র। কিন্তু ওই বিশেষ অধিবেশনে কোন কোন বিষয়ে আলোচনা হবে সেব্যাপারে এখনও পর্যন্ত মুখে কুলুপ মোদি সরকারের। তবে গুঞ্জন, ‘ওয়ান নেশন, ওয়ান ইলেকশন’ বিল সম্ভবত পেশ করা হবে এবারের অধিবেশনে। সেই গুঞ্জনের মধ্যেই আবার এক দেশ এক নির্বাচন সংক্রান্ত একটি কমিটি গড়েছে কেন্দ্র। যার কাজ এই মুহূর্তে দেশে একসঙ্গে লোকসভা এবং সব রাজ্যের বিধানসভা ভোট একসঙ্গে করানো সম্ভব কিনা সেটা খতিয়ে দেখা।
[আরও পড়ুন: ‘রিভলবারের একটি গুলিই যথেষ্ট’, সৌরভের গ্রেপ্তারিতে যাদবপুরের রেজিস্ট্রারকে হুমকি চিঠি]
২০২৪ লোকসভা নির্বাচনের আগে হঠাৎ রাজ্য বিধানসভা এবং লোকসভার নির্বাচন একসঙ্গে করা নিয়ে যে তাড়াহুড়ো কেন্দ্র করছে, এবার সেটার তীব্র বিরোধিতা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল বলছেন,”ইন্ডিয়া অর্থাৎ ভারত আসলে রাজ্যের সমাহার। আর এক দেশ এক নির্বাচনের এই ধারণা সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আঘাত।”
[আরও পড়ুন: ডার্বির টিকিটের ব্যাপক কালোবাজারি! ইস্টবেঙ্গল ক্লাবের কাছ থেকে গ্রেপ্তার ৪ ব্ল্যাকার]
রাহুল একা নন, কংগ্রেস সার্বিকভাবেই এক দেশ এক নির্বাচনের ধারণার বিরোধিতা করেছে। যার সম্ভাবনা খতিয়ে দেখতে কেন্দ্র যে ৮ সদস্যের কমিটি গড়েছে, সেটা থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন কংগ্রেসের একমাত্র প্রতিনিধি অধীর রঞ্জন চৌধুরী নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। রাজ্যসভার দলনেতা হওয়া সত্ত্বেও কেন মল্লিকার্জুন খাড়গেকে ওই কমিটিতে রাখা হল না? সেই প্রশ্নও তুলেছে হাত শিবির।