shono
Advertisement

Breaking News

সভাপতি হিসাবে কার্যকরী কমিটির প্রথম বৈঠক, রাজনৈতিক মহলের নজরে রাহুল

লোকসভা ভোটের রণকৌশল ঠিক করতে বৈঠক৷ The post সভাপতি হিসাবে কার্যকরী কমিটির প্রথম বৈঠক, রাজনৈতিক মহলের নজরে রাহুল appeared first on Sangbad Pratidin.
Posted: 11:49 AM Jul 22, 2018Updated: 12:19 PM Jul 22, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সভাপতি নিযুক্ত হওয়ার পর এই প্রথম রাহুল গান্ধীর নেতৃত্বে বৈঠকে বসতে চলেছে কংগ্রেসের নবগঠিত কার্যকরী কমিটি৷ লোকসভা ভোটের প্রাক্কালে এই বৈঠক থেকেই কংগ্রেস নেতা-কর্মীদের আগামিদিনের রণকৌশল বাতলে দেবেন কংগ্রেস সভাপতি, এমনই মনে করছে রাজনৈতিক মহল৷ কংগ্রেসের প্রাক্তন সভাপতি সনিয়া গান্ধী, প্রবীণ নেতা অশোক গেহলট ছাড়াও, বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে নয়া নিযুক্ত কার্যকরী কমিটির ২৩ জন স্থায়ী সদস্য, ১৮ জন আমন্ত্রিত সদস্য ও ১০ জন বিশেষ আমন্ত্রিত সদস্যের৷ উপস্থিত থাকতে বলা হয়েছে, জাতীয় কংগ্রেসের সমস্ত সাধারণ সম্পাদক, বিভিন্ন শাখা সংগঠনের প্রধান, সংসদীয় কমিটির সদস্য, মুখপাত্র, সচিব, কংগ্রেসের প্রতিটি প্রদেশের সভাপতি ও বিধানসভার বিরোধী দলনেতাদের৷

Advertisement

[কাশ্মীরের কুলগামে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ ৩ জঙ্গি]

দু’দিন আগে, অনাস্থা প্রস্তাবের পক্ষে সংসদে জ্বালাময় ভাষণ দিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কার্যত আগুণ ঝড়িয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ ভাষণের শেষলগ্নে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর জড়িয়ে ধরার ঘটনা এখনও বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে৷ বিভিন্ন মহল থেকে এখনও মিলছে মিশ্র প্রতিক্রিয়া৷ শুক্রবার সংসদে তাঁর বক্তৃতায় অনেক রাজনৈতিক বিশ্লেষককেই অবাক করেছেন রাহুল৷ বিশেষ করে, যাঁরা একটা সময় তাঁর রাজনৈতিক পরিপক্কতা নিয়ে প্রশ্ন তুলতেন তাঁদের অনেকেই এখন বাহবা দিচ্ছেন কংগ্রেস সভাপতিকে৷

[হিমবাহ থেকে উদ্ধার ৫০ বছর আগের বিমানের ধ্বংসাবশেষ ও পাইলটের দেহ]

এমত পরিস্থিতিতে, রবিবার কংগ্রেসের নবগঠিত কার্যকরী কমিটির বৈঠককে বিশেষ গুরুত্ব দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷ তাঁরা বলছেন, অনাস্থা আনলে শাসক বিজেপির সামনে এখন সংখ্যার বিচারে তাঁরা যে টিকে উঠতে পারবেন না তা ভালই জানতেন কংগ্রেস-সহ বিরোধী নেতারা৷ কিন্তু ওইদিন প্রায় বারো ঘণ্টার বিতর্ক পর্বে সংসদের মধ্যেকার বিভিন্ন ঘটনায় এখন অনেকটাই আত্মবিশ্বাসে বলিয়ান বিরোধী বেঞ্চ৷ অনুমান, সেই আত্মবিশ্বাসই রবিবার নেতা ও কর্মীদের মধ্যে ছড়িয়ে দিতে চান রাহুল৷ ঠিক করে দিতে চান, আসন্ন লোকসভার আগে কংগ্রেসের বিভিন্ন কর্মসূচি এবং বিজেপির বিরুদ্ধে আক্রমণের রূপরেখা৷ এছাড়া, পশ্চিমবঙ্গের মতো যে সমস্ত রাজ্যে কংগ্রেস ক্ষয়িষ্ণু সেই সমস্ত রাজ্যের নেতাদের দিতে পারেন দলের সংগঠনকে চাঙ্গা করার টোটকা৷

The post সভাপতি হিসাবে কার্যকরী কমিটির প্রথম বৈঠক, রাজনৈতিক মহলের নজরে রাহুল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement