সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও কী অজ্ঞাতবাসে রাহুল গান্ধী? কংগ্রেস নেতাদের একাংশের মধ্যে এমনটাই গুঞ্জন শুরু হয়েছে। এ নিয়ে বেশ অসন্তোষও শুরু হয়েছে দলের একাংশের মধ্যে। আসলে দুবাই সফরের পর থেকেই দেখা মিলছে না কংগ্রেস সভাপতির। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকলেও জনসমক্ষে ১১ জানুয়ারির পর আর দেখা যায়নি কংগ্রেস সভাপতিকে। দলীয় সূত্রের খবর, লোকসভা নির্বাচনের ব্যস্ত কর্মসূচির আগে কয়েকটা দিন বিশ্রাম নিচ্ছেন কংগ্রেস সভাপতি। কিন্তু তিনি ঠিক কোথায় আছেন তা স্পষ্ট করেনি দল।
[মোদি কখনও চা বিক্রি করেননি, দাবি প্রবীণ তোগাড়িয়ার]
আসলে, রাজনীতিতে প্রবেশের পর থেকেই বিজেপির সৌজন্যে ‘আংশিক সময়ের নেতা’ হিসেবে অখ্যাতি ছড়িয়েছে কংগ্রেস সভাপতির। একসময় আনুষ্ঠানিক কর্মসূচির বাইরেও বিদেশ সফরের অভ্যেসও ছিল কংগ্রেস সভাপতির। কিন্তু, গত প্রায় বছর দুই ধরে তিনি সমস্ত বিদেশ সফরের আগে সোশ্যাল মিডিয়ায় একথা জানিয়ে দেওয়ার রীতি চালু করেছেন রাহুল। যদিও, এক্ষেত্রে তেমন কিছু হয়নি। তাই রাহুল বিদেশ যাননি বলেই ধরে নিচ্ছেন নেতাকর্মীরা।তাছাড়া সম্প্রতি পাঁচ রাজ্যের নির্বাচনে ব্যাপক পরিশ্রম করেছেন কংগ্রেস সভাপতি। তিনি, মোদির প্রায় ৩ গুণ সভা করেছেন। দলের নেতাদের একাংশের সাফাই, এত পরিশ্রমের পর সত্যিই কংগ্রেস সভাপতির বিশ্রামের প্রয়োজন। কিন্তু তিনি গেলেন কোথায়? এ বিষয়ে দলের সাংসদ অভিষেক মনু সিংভিকে প্রশ্ন করা হলে তিনি জানান, সভাপতি কয়েকটা দিনের ছুটি নিয়েছেন। রাহুলের এই হঠাৎ ‘ছুটি’ নেওয়ায় বেশ অস্বস্তিতে দলের শীর্ষনেতারা। বিজেপি তথা নরেন্দ্র মোদি জোরকদমে লোকসভার প্রচার শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। নেতাদের ভয় দ্রুত প্রচারে না নামলে তাঁরা এবারেও প্রচার যুদ্ধে পিছিয়ে পড়তে পারেন।
[ইভিএম জালিয়াতি ধামাচাপা দিতেই খুন গোপীনাথ মুণ্ডে? ফের তদন্তের দাবি পরিবারের]
তবে, জনসমক্ষে না এলেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় কংগ্রেস সভাপতি। প্রায় প্রতিদিনই বিজেপির বিরুদ্ধে তোপ দাগছেন টুইটারে। তবে, সক্রিয় কর্মসূচিতে তিনি কবে আসবেন জানেন না দলের নেতারা। এখনও পর্যন্ত যা শোনা যাচ্ছে, আগামী ২৫ জানুয়ারি ভুবনেশ্বরেএকটি সভায় যোগ দিতে পারেন তিনি। তারপর রয়েছে কয়েকটি কর্মসূচি। আগামী ৩ ফেব্রুয়ারি পাটনার গান্ধী ময়দানে একটি বড় জনসভা করার কথা রাহুলের। সেদিনই দলে যোগ দিতে পারেন বেশ কয়েকজন বর্ষীয়ান নেতা।
The post ফের নিখোঁজ রাহুল গান্ধী! দুবাই সফরের পর দেখা মিলছে না কংগ্রেস সভাপতির appeared first on Sangbad Pratidin.