শুভময় মণ্ডল, নয়াদিল্লি: কেজরিওয়ালের ধরনা মঞ্চে প্রাথমিক রণকৌশল বুঝিয়েই দিয়েছিলেন তিনি৷ এবার তা চূড়ান্ত করতে অন্য বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে স্ট্র্যাটেজি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার সন্ধ্যায় নয়াদিল্লির ৮ নম্বর জনপথে এনসিপি নেতা শরদ পাওয়ারের বাড়িতে বিরোধীদের সঙ্গে বৈঠকে বসেছেন তৃণমূল নেত্রী৷ বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ সূত্রের খবর, এখনও পর্যন্ত বৈঠকে ঠিক হয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে রুখতে ‘একের বদলে এক’ কৌশলেই লড়বে বিরোধীরা৷ এরপর বৈঠক শেষে সাংবাদিকদের মমতা বলেন, “ভোটের আগে জোট হবে। কমন মিনিমাম কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে । ১৫ দিন অন্তর বিরোধীরা বৈঠকে বসবেন। এ মাসের ২৬, ২৭, ২৮ তারিখ ফের বৈঠক হবে। ” রাহুল গান্ধী বলেন, “বিজেপিকে হারাতে আমাদের একজোট হয়ে কাজ করতে হবে।” একই সুর শরদ পওয়ারের গলাতেও।
[মোদিকেই প্রধানমন্ত্রী দেখতে চাই, সোনিয়াকে পাশে বসিয়ে বার্তা মুলায়মের ]
বুধবারের ধরনা মঞ্চ থেকেই এই ‘একের বিরুদ্ধে এক’ ফর্মুলার ব্যাখ্যা দেন তৃণমূল সুপ্রিমো৷ তিনি জানান, যেখানে যে রাজনৈতিক দল শক্তিশালী, বিজেপির বিরুদ্ধে সেখানে সে লড়াই করবে৷ সূত্রের খবর, মুখ্যমন্ত্রী প্রদত্ত এই ‘একের বিরুদ্ধে এক’ ফর্মুলাতেই বুধবারের স্ট্র্যাটেজি বৈঠকে সিলমোহর দিয়েছেন অন্যরা৷ তাঁরাও এই কৌশলেই আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে রুখতে রাজি হয়েছেন৷ এদিনের বৈঠকে ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে লোকসভার রণকৌশল ঝালিয়ে নেন তিনি৷ বিশেষ করে এ রাজ্যে কংগ্রেস ও তৃণমূলের কৌশল কী হবে, সেই বিষয়েও দুই শীর্ষ নেতার মধ্যে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর৷ মমতা, রাহুল ছাড়াও বৈঠকে হাজির হন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, এনসিপি নেতা প্রফুল্ল প্যাটেল, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, সমাজবাদী পার্টির প্রতিনিধি-সহ অন্যান্যরা৷
[‘রাজ্যে বিরোধ থাকলেও দিল্লিতে একজোটে লড়ব’, কংগ্রেসকে বার্তা মমতার]
প্রসঙ্গত, বুধবার ধরনা মঞ্চে তৃণমূল নেত্রী বলেন, ‘‘যেখানে যে শক্তিশালী, বিজেপির বিরুদ্ধে সেখানে সে লড়বে৷ দিল্লিতে কেজরিওয়াল লড়বে৷ অন্ধ্রে চন্দ্রবাবু লড়বে৷ বাংলায় আমি লড়াই করব৷ একটাও আসন যেন ওরা না পায়৷’’ ওই ধরনা মঞ্চ থেকেই কংগ্রেস-তৃণমূলের রাজনৈতিক সমীকরণও পরিষ্কার করেন তৃণমূল নেত্রী৷ তিনি বলেন, ‘‘রাজ্যে তো কংগ্রেস-সিপিএম, বিজেপির সঙ্গে মিলে আমাদের বিরুদ্ধে নির্বাচনে লড়াই করে৷ ওদের বিরুদ্ধে লড়াই করা আমার স্বভাবে পরিণত হয়েছে৷ রাজ্যে বিরোধিতা থাকলেও জাতীয় স্তরে আমরা একসঙ্গে লড়াই করব৷’’
The post বিজেপিকে রুখতে ভোটের আগে জোট, বিরোধীদের বৈঠকে সিদ্ধান্ত appeared first on Sangbad Pratidin.