shono
Advertisement

বিজেপিকে রুখতে ভোটের আগে জোট, বিরোধীদের বৈঠকে সিদ্ধান্ত

শরদ পাওয়ারের বাড়িতে বৈঠকে বিরোধীরা। The post বিজেপিকে রুখতে ভোটের আগে জোট, বিরোধীদের বৈঠকে সিদ্ধান্ত appeared first on Sangbad Pratidin.
Posted: 09:14 PM Feb 13, 2019Updated: 08:47 AM Feb 14, 2019

শুভময় মণ্ডল, নয়াদিল্লি: কেজরিওয়ালের ধরনা মঞ্চে প্রাথমিক রণকৌশল বুঝিয়েই দিয়েছিলেন তিনি৷ এবার তা চূড়ান্ত করতে অন্য বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে স্ট্র্যাটেজি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার সন্ধ্যায় নয়াদিল্লির ৮ নম্বর জনপথে এনসিপি নেতা শরদ পাওয়ারের বাড়িতে বিরোধীদের সঙ্গে বৈঠকে বসেছেন তৃণমূল নেত্রী৷ বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ সূত্রের খবর, এখনও পর্যন্ত বৈঠকে ঠিক হয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে রুখতে ‘একের বদলে এক’ কৌশলেই লড়বে বিরোধীরা৷ এরপর বৈঠক শেষে সাংবাদিকদের মমতা বলেন, “ভোটের আগে জোট হবে। কমন মিনিমাম কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে । ১৫ দিন অন্তর বিরোধীরা বৈঠকে বসবেন। এ মাসের ২৬, ২৭, ২৮ তারিখ ফের বৈঠক হবে। ” রাহুল গান্ধী বলেন, “বিজেপিকে হারাতে আমাদের একজোট হয়ে কাজ করতে হবে।” একই সুর শরদ পওয়ারের গলাতেও। 

Advertisement

[মোদিকেই প্রধানমন্ত্রী দেখতে চাই, সোনিয়াকে পাশে বসিয়ে বার্তা মুলায়মের ]

বুধবারের ধরনা মঞ্চ থেকেই এই ‘একের বিরুদ্ধে এক’ ফর্মুলার ব্যাখ্যা দেন তৃণমূল সুপ্রিমো৷ তিনি জানান, যেখানে যে রাজনৈতিক দল শক্তিশালী, বিজেপির বিরুদ্ধে সেখানে সে লড়াই করবে৷ সূত্রের খবর, মুখ্যমন্ত্রী প্রদত্ত এই ‘একের বিরুদ্ধে এক’ ফর্মুলাতেই বুধবারের স্ট্র্যাটেজি বৈঠকে সিলমোহর দিয়েছেন অন্যরা৷ তাঁরাও এই কৌশলেই আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে রুখতে রাজি হয়েছেন৷ এদিনের বৈঠকে ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে লোকসভার রণকৌশল ঝালিয়ে নেন তিনি৷ বিশেষ করে এ রাজ্যে কংগ্রেস ও তৃণমূলের কৌশল কী হবে, সেই বিষয়েও দুই শীর্ষ নেতার মধ্যে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর৷ মমতা, রাহুল ছাড়াও বৈঠকে হাজির হন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, এনসিপি নেতা প্রফুল্ল প্যাটেল, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, সমাজবাদী পার্টির প্রতিনিধি-সহ অন্যান্যরা৷

[‘রাজ্যে বিরোধ থাকলেও দিল্লিতে একজোটে লড়ব’, কংগ্রেসকে বার্তা মমতার]

প্রসঙ্গত, বুধবার ধরনা মঞ্চে তৃণমূল নেত্রী বলেন, ‘‘যেখানে যে শক্তিশালী, বিজেপির বিরুদ্ধে সেখানে সে লড়বে৷ দিল্লিতে কেজরিওয়াল লড়বে৷ অন্ধ্রে চন্দ্রবাবু লড়বে৷ বাংলায় আমি লড়াই করব৷ একটাও আসন যেন ওরা না পায়৷’’ ওই ধরনা মঞ্চ থেকেই কংগ্রেস-তৃণমূলের রাজনৈতিক সমীকরণও পরিষ্কার করেন তৃণমূল নেত্রী৷ তিনি বলেন, ‘‘রাজ্যে তো কংগ্রেস-সিপিএম, বিজেপির সঙ্গে মিলে আমাদের বিরুদ্ধে নির্বাচনে লড়াই করে৷ ওদের বিরুদ্ধে লড়াই করা আমার স্বভাবে পরিণত হয়েছে৷ রাজ্যে বিরোধিতা থাকলেও জাতীয় স্তরে আমরা একসঙ্গে লড়াই করব৷’’

The post বিজেপিকে রুখতে ভোটের আগে জোট, বিরোধীদের বৈঠকে সিদ্ধান্ত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার