shono
Advertisement

অটল আবেগে শান গেরুয়া শিবিরের, কলকাতায় মূর্তির দাবি বঙ্গ বিজেপির

রাজ্যের তরফে প্রয়াত প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানালেন ইন্দ্রনীল সেন৷ The post অটল আবেগে শান গেরুয়া শিবিরের, কলকাতায় মূর্তির দাবি বঙ্গ বিজেপির appeared first on Sangbad Pratidin.
Posted: 07:13 PM Aug 29, 2018Updated: 07:43 PM Aug 29, 2018

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: সমগ্র দেশের বিভিন্ন নদীতে ইতিমধ্যে ভাসান হয়েছে সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চিতাভস্ম৷ যাকে রাজনৈতিক কৌশল বলে সমালোচনা করেছে বিরোধীরা৷ এবার বাজপেয়ীর ভাবাবেগে শান দিয়ে আগামী ভোট বৈতরণী পাড় করতে আরও তৎপর গেরুয়া শিবির৷ কলকাতায় বাজপেয়ীর মূর্তি বানানো দাবি জানালেন বিজেপির বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। দলমত নির্বিশেষে সকলকে এই শামিল হওয়ার আহ্বানও জানিয়েছেন রাজ্য বিজেপির এই শীর্ষ নেতা৷

Advertisement

[রাখিবন্ধন উৎসবে দুই তৃণমূল নেত্রীর চটুল নাচ, ভিডিও ভাইরাল]

ভারতরত্ন বাজপেয়ীকে মৃত্যু পরবর্তী শ্রদ্ধা জ্ঞাপনে কোনও কসুর করছে না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব৷ সেজন্য ইতিমধ্যেই বিভিন্ন উদ্যোগ নিয়েছে পদ্ম শিবিরের শীর্ষমহল৷ উদ্যোগের অঙ্গ হিসাবে দেশের উল্লেখযোগ্য নদীগুলিতে ভাসান হয়েছে তাঁর অস্থিকলস৷ রাজধানীর বুকে অনুষ্ঠান করে সেই কলস বিভিন্ন রাজ্যের শীর্ষ নেতৃত্বের হাতে তুলে দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ নয়াদিল্লি থেকে কলস নিয়ে এসেছেন রাজ্যে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ কলকাতার বিভিন্ন অংশ পরিভ্রমণ করে, গঙ্গাসাগর-সহ রাজ্যের পাঁচটি নদীতে অটলের চিতাভষ্ম ভাসিয়েছে রাজ্য বিজেপি নেতারা৷ তবে গেরুয়া শিবিরের এই মাত্রাতিরিক্ত অটল প্রীতিকে খুব একটা ভাল চোখে দেখছেন না বিরোধীরা৷ মৃত্যুর পরে প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে সরব হয়েছেন তাঁরা৷ তবে বিরোধীদের সমালোচনাকে খুব একটা আমল দিতে নারাজ গেরুয়া শিবির৷ যার প্রমাণ পাওয়া গেল রাহুল সিনহার বক্তব্যে৷ বুধবার তিনি দাবি জানালেন, কলকাতায় সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মূর্তি নির্মাণের৷ তবে রাহুলের এই দাবির পিছনেও রাজনৈতিক যোগ দেখছে বিভিন্ন মহল৷ যার কারণ হিসাবে তাঁরা তুলে ধরছেন আসন্ন লোকসভা নির্বাচনকে৷ অনেকেই সমালোচনার সুরে বলছেন, উনিশের ভোটে কড়া টক্করের আন্দাজ পেয়েই অটল প্রীতি প্রদর্শনে সচেষ্ট হয়েছে গেরুয়া শিবির৷

[সিপিএমের হার্মাদরাই এখন বিজেপির জল্লাদ, ছাত্র সমাবেশ থেকে তোপ মুখ্যমন্ত্রীর]

বুধবার কলকাতার মহাজাতি সদনে বাজপেয়ীর স্মরণসভার আয়োজন করে রাজ্য বিজেপি৷ দলমত নির্বিশেষে সেখানে আমন্ত্রণ জানান হয় সমস্ত রাজনৈতিক দলকে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়ে, তাঁকে আমন্ত্রণ জানিয়ে আসে রাজ্য বিজেপি নেতার৷ সিপিএম সম্পাদক বিমান বসুর জন্য আমন্ত্রণপত্র পৌঁছায় আলিমুদ্দিন স্ট্রিটে৷ আমন্ত্রণ করা হয় কংগ্রেস সভাপতি অধীর চৌধুরিকেও৷ তবে বুধবারের অনুষ্ঠানে গড়হাজির থাকতে দেখা যায় সমস্ত রাজনৈতিক দলের সদস্যদের৷ সরকারের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে যান রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের রাষ্ট্রমন্ত্রী মন্ত্রী ইন্দ্রনীল সেন৷ এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায় এবং এরাজ্যের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি৷ উপস্থিত ছিলেন বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতা, প্রাক্তন মন্ত্রী সত্যব্রত মুখোপাধ্যায়, বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ ও রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়৷ ছিলেন রাজ্য বিজেপির সমস্ত নেতৃত্ব৷ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহা, মুকুল রায় প্রমুখ৷

The post অটল আবেগে শান গেরুয়া শিবিরের, কলকাতায় মূর্তির দাবি বঙ্গ বিজেপির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement