shono
Advertisement

এবার রায়গঞ্জ মেডিক্যাল কলেজে র‍্যাগিংয়ের অভিযোগ, বিধায়কের দ্বারস্থ ‘নির্যাতিতা’ ছাত্রী

পরিচয় পর্বের নামে মানসিক নির্যাতনের অভিযোগ।
Posted: 10:15 AM Dec 12, 2023Updated: 10:15 AM Dec 12, 2023

শংকরকুমার রায়, রায়গঞ্জ: রায়গঞ্জ মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে লাগাতার র‍্যাগিংয়ের অভিযোগ উঠল সিনিয়র দুই ছাত্রের বিরুদ্ধে। সোমবার ওই ছাত্রী কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান। সন্ধেয় কয়েকজন সহপাঠীকে সঙ্গে নিয়ে রায়গঞ্জের বিধায়ক তথা রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির ভাইস চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণীর দ্বারস্থ হন আতঙ্কিত ওই ছাত্রী।

Advertisement

মানসিক নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করেছেন মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী। তাঁর অভিযোগ, নাগাড়ে আপত্তিকর ভাষায় কটাক্ষ করা হচ্ছে। কলেজের তৃতীয় বর্ষ এবং ফাইনাল বর্ষের তিন পড়ুয়ার নামে রায়গঞ্জের বিধায়কের কাছে অভিযোগ জানান র‍্যাগিংয়ের শিকার হওয়া ছাত্রী। এই অভিযোগ প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে।

[আরও পড়ুন: ভয়ংকর ইজরায়েলি ফসফরাস বোমায় ক্ষতবিক্ষত লেবানন! প্রশ্নের মুখে আমেরিকা]

জানা গিয়েছে, ওই মেডিক্যাল কলেজের আবদুলঘাটা অ্যাকাডেমি ব্লকের হস্টেলের তৃতীয় বর্ষের কয়েকজন আবাসিক ছাত্র কয়েক মাস ধরে জুনিয়র ছাত্রছাত্রীদের ‘ইন্ট্রো’ তথা পরিচয় পর্বের নামে রীতিমতো মানসিক নির্যাতন করছেন। জুনিয়র ছাত্রদের থাপ্পড় মারার অভিযোগ উঠেছে। দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীকে হস্টেল ডেকে মারধরের হুমকি দেওয়া হয়েছে বলে সিনিয়র তিন ছাত্রের বিরুদ্ধে অভিযোগ। র‍্যাগিংয়ে শিকার হুগলি জেলার বাসিন্দা ওই ছাত্রী কাঁদতে কাঁদতে বলেন,”কলেজের কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হয়েছে।”

অভিযোগ জানানোর সময় তৃতীয় বর্ষের একদল পড়ুয়া জুনিয়র পড়ুয়াদের হুমকি দিতে থাকে বলেও জানিয়েছেন ওই ছাত্রী। তাই শেষপর্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা জুনিয়র পড়ুয়ারা স্থানীয় বিধায়কের কাছে অভিযোগ করেন। এ ব্যাপারে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী বলেন,”মেডিক্যালের দ্বিতীয় বর্ষের কয়েকজন পড়ুয়া আমার কাছে র‍্যাগিংয়ের অভিযোগ করেন। নিরাপত্তার দাবি জানান। বিষয়টি পুলিশ সুপারকে জানিয়েছি। যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশ সুপারের কাছে অনুরোধ করেছি।” তবে মঙ্গলবার সকালে এ ব্যাপারে রায়গঞ্জ মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় বলেন,” অভিযোগের ভিত্তিতে আজ অ্যান্টি র‍্যাগিং কমিটির সঙ্গে মিটিং হবে। ফ্যাক্ট ফান্ডিং করা হবে। তারপর সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

[আরও পড়ুন: সিঙ্গাপুরের ‘ক্লার্ক কি’-র ধাঁচে সাজবে টালিনালা, সৌন্দর্যায়নে ‘বাধা’ দখলদার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement