shono
Advertisement

ওড়িশার ভদ্রকে রেল অবরোধ, দক্ষিণ ভারতগামী রুটে ব্যাহত ট্রেন চলাচল

এ রাজ্যের বিভিন্ন স্টেশনে আটকে একাধিক দূরপাল্লা ট্রেন৷ The post ওড়িশার ভদ্রকে রেল অবরোধ, দক্ষিণ ভারতগামী রুটে ব্যাহত ট্রেন চলাচল appeared first on Sangbad Pratidin.
Posted: 09:40 AM Oct 29, 2018Updated: 09:40 AM Oct 29, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহের প্রথম কাজের দিনে ফের রেল অবরোধ৷ যাত্রীদের দুর্ভোগ চরমে৷ সোমবার সকাল থেকে ওড়িশার ভদ্রক স্টেশনে অবরোধ করছেন সংগ্রামী সেনা নামে একটি সংগঠনের সদস্যরা৷ হাওড়া থেকে ওড়িশা ও দক্ষিণ ভারতের দিকে ট্রেন চলাচল কার্যত বন্ধ৷ বিভিন্ন স্টেশনে আটকে ফলকনুমা এক্সপ্রেস, ধৌলি এক্সপ্রেস-সহ একাধিক দূরপাল্লার ট্রেন৷ শেষ খবর অনুযায়ী, এখনও অবরোধ চলছে৷ অবরোধ তুলতে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেছেন রেলকর্তারা৷

Advertisement

[ অর্থের অভাব, অথৈ জলে মোদির স্বপ্নের বুলেট ট্রেন প্রকল্প]

কয়েক মাস আগেই ৯ দফা দাবিতে জঙ্গলমহলের তিন জেলায় ১২ ঘণ্টা রেল ও সড়ক অবরোধের ডাক দিয়েছিল আদিবাসীদের সংগঠন৷ কিন্তু, বাস্তবে অবরোধ চলেছিল ২২ ঘণ্টা! দিনভর নাকাল হতে হয়েছিল যাত্রীদের৷ অবরোধের কারণে বাতিল হয়ে গিয়েছিল হাওড়া-পুরী ধৌলি এক্সপ্রেস, হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস-সহ একাধিক দূরপাল্লা ট্রেন৷ সোমবার সকালে ফের বিপর্যস্ত রেল পরিষেবা৷ হাওড়া থেকে ওড়িশা ও দক্ষিণ ভারতের বিভিন্ন রুটে কার্যত বন্ধ ট্রেন চলাচল৷ এখনও যা খবর, খড়গপুরে আটকে বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস, বালিচকে ধৌলি এক্সপ্রেস, উলুবেড়িয়ায় ফলকনুমা এক্সপ্রেস-সহ বিভিন্ন স্টেশনে আটকে একাধিক দূরপাল্লার ট্রেন৷ 

জানা গিয়েছে, ওড়িশার ভদ্রকে একটি মেডিক্যাল কলেজ তৈরির দাবিতে আন্দোলনে নেমেছে সংগ্রামী সেনা নামে একটি সংগঠন৷ দাবি আদায়ের জন্য সোমবার সকাল থেকে বারো ঘণ্টার রেল অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি৷ তার জেরে বিপর্যস্ত পরিষেবা, নাকাল নিত্যযাত্রীরা৷ শেষ খবর অনুযায়ী, এখনও অবরোধ চলছে৷ অবরোধ তুলতে যাত্রীদের সঙ্গে আলোচনা করছেন রেলকর্তারা৷

[পাঞ্জাব সীমান্তে গ্রেপ্তার ২ পাক অনুপ্রবেশকারী, নেপথ্যে নাশকতার ছক?]

The post ওড়িশার ভদ্রকে রেল অবরোধ, দক্ষিণ ভারতগামী রুটে ব্যাহত ট্রেন চলাচল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement