সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলন্ত ট্রেনে কিশোরীর শ্লীলতাহানি! এই অভিযোগে দিল্লিগামী হামসফর এক্সপ্রেসের কামরায় রেলকর্মীকে পিটিয়ে খুন করলেন যাত্রীরা। বুধবার রাতে ভয়াবহ এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ে। কিশোরীর পরিবারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। পালটা মৃত ওই রেলকর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের কিশোরীর পরিবারের।
জানা গিয়েছে, বিহারের সিওয়ান থেকে ওই ট্রেনের এসি থ্রি টায়ারে উঠেছিল এক পরিবার। ট্রেনেই ছিলেন রেলের এক গ্রুপ ডি কর্মী। কিশোরীকে নিজের আসনে বসার প্রস্তাব দিয়েছিলেন ওই রেলকর্মী। অভিযোগ, এর পর রাত সাড়ে ১১টা নাগাদ কিশোরীর মা শৌচালয়ে গেলে ওই কিশোরীর শ্লীলতাহানি করা হয়। মা শৌচালয় থেকে ফেরার পর কিশোরী তার কাছে গোটা বিষয়টি জানায়। এবং কেঁদে ফেলে। এর পরই মহিলা তাঁর স্বামী, শ্বশুরের পাশাপাশি ট্রেনের বাকি যাত্রীদের বিষয়টি জানায়।
গোটা ঘটনা জানার পর উত্তেজিত যাত্রীরা রেলকর্মীকে ঘিরে ধরে বেধড়ক মারতে শুরু করে। আইশবাগ স্টেশন থেকে কানপুর সেন্ট্রাল স্টেশন পর্যন্ত ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে চলতে থাকে মারধর। কার্যত মৃতপ্রায় অবস্থায় সেখানে জিআরপির হাতে তুলে দেওয়া হয় রেলকর্মীকে। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় ওই তাঁর।
এই ঘটনা প্রসঙ্গে প্রয়াগরাজ জিআরপির পুলিশ সুপার অভিষেক যাদব বলেন, 'আইশবাগ স্টেশন ছাড়ার পর কিশোরীর শ্লীলতাহানি করা হয়। এর জেরে অভিযুক্তকে ব্যাপক মারধর করেন কিশোরীর পরিবার ও ট্রেনের বাকি যাত্রীরা। কানপুর সেন্ট্রাল স্টেশনে অভিযুক্তকে জিআরপির হাতে তুলে দেওয়া হলেও হাসপাতালে নিয়ে যাওয়ার আগে মৃত্যু হয় তাঁর।' এদিকে এই ঘটনাকে পরিকল্পিত খুন বলে অভিযোগ করেছে মৃত রেলকর্মীর পরিবার। তাঁদের দাবি, ট্রেনের মধ্যে প্রায় দেড়ঘণ্টা ধরে মারধর করা হল অথচ রেলসুরক্ষা বাহিনীর কেউ তাঁকে উদ্ধার করল না? এটা কীভাবে সম্ভব।